Sunday, May 4, 2025

হিং.সায় ‘না’! শান্তি ফেরানোর পক্ষে সওয়াল ইরান-পাকিস্তানের, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি?

Date:

আর হামলা, পাল্টা হামলা নয়। এবার হিংসায় লাগাম টানতে রাজি ইরান (Iran), পাকিস্তান (Pakistan)। বালুচিস্তান (Baluchistan) সীমান্তে লাগাতার হামলা, পাল্টা হামলার জেরে রীতিমতো অশান্ত হয়ে ওঠে দু’দেশ। সম্প্রতি ইরান এবং পাকিস্তান, দুদেশই বালুচিস্তান সীমান্তে একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপরেই অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। ধীরে ধীরে পরিস্থিতি যখন দুদেশের হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কাপ্রকাশ করা হচ্ছিল সেই বিষয় সমাধান করতেই এবার বড় পদক্ষেপ। সূত্রের খবর, পাকিস্তানের বিদেশমন্ত্রী জলিল আব্বাস জিলানি এবং ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের মধ্যে ইতিমধ্যে শান্তি (Peace) ফেরানোর বিষয় নিয়ে ফোনে বিস্তর কথাবার্তা হয়েছে।

পাকিস্তানের বিদেশ মন্ত্রক একটি যৌথ বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, দুই দেশই পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ‘সন্ত্রাস দমনে বড় ভূমিকা পালন করছে। এর আগে রাষ্ট্রপুঞ্জ এবং আমেরিকা-সহ একাধিক দেশ ইরান এবং পাকিস্তানকে নিজেদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে দু’দেশের মধ্যে মধ্যস্থতা করতে এগিয়ে এসেছিল চিনও। তবে এবার নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক করতে সম্মতি জানাল ইরান এবং পাকিস্তান।

গত মঙ্গলবার থেকে ইরান-পাকিস্তান সংঘাতের সূত্রপাত। মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তানে জঙ্গি সংগঠন জইশ আল অদলের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান। আর তারপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পাকিস্তানের উপর হামলার কথা ইতিমধ্যেই স্বীকার করেছে তেহরান। যদিও পাক হামলাকে মোটেও ভাল চোখে দেখেনি ইরান।

 

 

 

 

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version