Wednesday, November 12, 2025

মুক্তি পেল কুণালের পরিকল্পনায় নির্মিত তথ্যচিত্র ‘সীতাকুণ্ড’, ব্যাপক সাড়া সমাজ মাধ্যমে

Date:

রামমন্দির নিয়ে যখন এত মাতামাতি গেরুয়া শিবিরের, তখন অবহেলায় পড়ে রয়েছে বিঠুর। উত্তরপ্রদেশের কানপুরের অদূরে রয়েছে সীতাকুণ্ড। প্রচলিত বিশ্বাস, এখানে পাতাল প্রবেশ করেছিলেন সীতা। কেমন আছে বিঠুর? কেনই বা রাম রাজ্যে তাঁর ঠাই হল না? অন্তঃসত্ত্বা স্ত্রীকে গহন অরণ্যে একা ছেড়ে দেওয়া কি প্রকৃত রাজার কাজ? এই প্রশ্ন তুলেই মুক্তি পেল কুণাল ঘোষের (Kunal Ghosh) পরিকল্পনায় নির্মিত তথ্যচিত্র ‘সীতাকুণ্ড’। মুক্তি পাওয়া মাত্রই সমাজমাধ্যমে ব্যাপক সাড়া।

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন নিয়ে মেতে রয়েছে মোদি সরকার। বিষয়টিকে লোকসভা ভোটের আগে গিমিকের পর্যায়ে নিয়ে গিয়েছে BJP। কিন্তু বনবাসে তো একা রাম ছিলেন না, কষ্ট ভোগ করেছিলেন সীতাও। তাঁর অপহরণ নিয়েই তো ‘রামায়ণ’-এর আসল মোড়। কিন্তু অযোধ্যার এই বিপুল সমারোহের মধ্যে সীতা কোথাও নেই। রাম নিয়ে যখন এত কিছু হচ্ছে, তখন সীতার বিষয়টিও সবার জানা উচিত। তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে, সীতার সেই কাহিনি।

কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, “অযোধ্যায় রাম জন্মভূমি নিয়ে এত মাতামাতি। অযোধ্যায় বৈভবের ছড়াছড়ি। অযোধ্যা যদি সত্যি হয়, তাহলে বিঠুরও সত্যি। গোটা দেশের নজর অযোধ্যায়। তাহলে কেন উপেক্ষিত হবে বিঠুর। রাম মন্দির নিয়ে যা চলছে তাতে যত না ভগবানের প্রতি ভক্তি। তার থেকে বেশি রাম নিয়ে পলিটিক্যাল ইভেন্ট চলছে। অযোধ্যার রাম মন্দির নিয়ে আলোচনা হলে, কেন সীতাকে নিয়ে আলোচনা হবে না। বিঠুরে বহু মানুষ আসেন। সেখানে আশ্রম আছে। বৈপরীত্য আছে বলেই এই তথ্যচিত্র প্রকাশ করা হয়েছে।”

ইতিহাস বলছে, কানপুরের কাছে বিঠুরে ছিল গভীর অরণ্য। মহাকাব্য অনুযায়ী, সেখানেই ছিল বাল্মিকীর আশ্রম। কথিত আছে, রাজা রামের আদেশেই ভাই লক্ষ্মণ সেই ঘন জঙ্গলে অন্তঃসত্ত্বা সীতাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছিলেন। সীতা কোনওক্রমে পৌঁছন বাল্মিকীর আশ্রমে। ওই আশ্রমেই জন্ম নেয় লব-কুশ। সেখানেই এক কুণ্ড রয়েছে। তৃতীয়বার তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন ওঠার পরে যেখানে না কি সীতা আত্মহনন করেন। কুণাল ঘোষের চিত্রনাট্যে তৈরি ‘সীতাকুণ্ড’ সামাজিক মাধ্যমে পেয়েছে শনিবার। তথ্যচিত্রটির পরিচালনা করেছেন বিদ্যুৎ রায়। প্রায় সম্পূর্ণ তথ্যচিত্রটি কানপুরের কাছেই বিঠুরে ক্যামেরাবন্দি করেছেন দেবস্মিত মুখোপাধ্যায়। ৩৫ মিনিটের তথ্যচিত্রে সীতার যন্ত্রণাময় জীবনের অনেকটাই ফুটে উঠেছে। একইসঙ্গে কেন সীতা আজও উপেক্ষিত- এই তথ্যচিত্র তুলে ধরছে সেই প্রশ্নও।

 

Related articles

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...
Exit mobile version