Friday, November 14, 2025

মুক্তি পেল কুণালের পরিকল্পনায় নির্মিত তথ্যচিত্র ‘সীতাকুণ্ড’, ব্যাপক সাড়া সমাজ মাধ্যমে

Date:

রামমন্দির নিয়ে যখন এত মাতামাতি গেরুয়া শিবিরের, তখন অবহেলায় পড়ে রয়েছে বিঠুর। উত্তরপ্রদেশের কানপুরের অদূরে রয়েছে সীতাকুণ্ড। প্রচলিত বিশ্বাস, এখানে পাতাল প্রবেশ করেছিলেন সীতা। কেমন আছে বিঠুর? কেনই বা রাম রাজ্যে তাঁর ঠাই হল না? অন্তঃসত্ত্বা স্ত্রীকে গহন অরণ্যে একা ছেড়ে দেওয়া কি প্রকৃত রাজার কাজ? এই প্রশ্ন তুলেই মুক্তি পেল কুণাল ঘোষের (Kunal Ghosh) পরিকল্পনায় নির্মিত তথ্যচিত্র ‘সীতাকুণ্ড’। মুক্তি পাওয়া মাত্রই সমাজমাধ্যমে ব্যাপক সাড়া।

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন নিয়ে মেতে রয়েছে মোদি সরকার। বিষয়টিকে লোকসভা ভোটের আগে গিমিকের পর্যায়ে নিয়ে গিয়েছে BJP। কিন্তু বনবাসে তো একা রাম ছিলেন না, কষ্ট ভোগ করেছিলেন সীতাও। তাঁর অপহরণ নিয়েই তো ‘রামায়ণ’-এর আসল মোড়। কিন্তু অযোধ্যার এই বিপুল সমারোহের মধ্যে সীতা কোথাও নেই। রাম নিয়ে যখন এত কিছু হচ্ছে, তখন সীতার বিষয়টিও সবার জানা উচিত। তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে, সীতার সেই কাহিনি।

কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, “অযোধ্যায় রাম জন্মভূমি নিয়ে এত মাতামাতি। অযোধ্যায় বৈভবের ছড়াছড়ি। অযোধ্যা যদি সত্যি হয়, তাহলে বিঠুরও সত্যি। গোটা দেশের নজর অযোধ্যায়। তাহলে কেন উপেক্ষিত হবে বিঠুর। রাম মন্দির নিয়ে যা চলছে তাতে যত না ভগবানের প্রতি ভক্তি। তার থেকে বেশি রাম নিয়ে পলিটিক্যাল ইভেন্ট চলছে। অযোধ্যার রাম মন্দির নিয়ে আলোচনা হলে, কেন সীতাকে নিয়ে আলোচনা হবে না। বিঠুরে বহু মানুষ আসেন। সেখানে আশ্রম আছে। বৈপরীত্য আছে বলেই এই তথ্যচিত্র প্রকাশ করা হয়েছে।”

ইতিহাস বলছে, কানপুরের কাছে বিঠুরে ছিল গভীর অরণ্য। মহাকাব্য অনুযায়ী, সেখানেই ছিল বাল্মিকীর আশ্রম। কথিত আছে, রাজা রামের আদেশেই ভাই লক্ষ্মণ সেই ঘন জঙ্গলে অন্তঃসত্ত্বা সীতাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছিলেন। সীতা কোনওক্রমে পৌঁছন বাল্মিকীর আশ্রমে। ওই আশ্রমেই জন্ম নেয় লব-কুশ। সেখানেই এক কুণ্ড রয়েছে। তৃতীয়বার তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন ওঠার পরে যেখানে না কি সীতা আত্মহনন করেন। কুণাল ঘোষের চিত্রনাট্যে তৈরি ‘সীতাকুণ্ড’ সামাজিক মাধ্যমে পেয়েছে শনিবার। তথ্যচিত্রটির পরিচালনা করেছেন বিদ্যুৎ রায়। প্রায় সম্পূর্ণ তথ্যচিত্রটি কানপুরের কাছেই বিঠুরে ক্যামেরাবন্দি করেছেন দেবস্মিত মুখোপাধ্যায়। ৩৫ মিনিটের তথ্যচিত্রে সীতার যন্ত্রণাময় জীবনের অনেকটাই ফুটে উঠেছে। একইসঙ্গে কেন সীতা আজও উপেক্ষিত- এই তথ্যচিত্র তুলে ধরছে সেই প্রশ্নও।

 

Related articles

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...
Exit mobile version