Monday, November 3, 2025

চাঁদের মাটিতে নিজের কাজ সেরে পড়েছিল ল্যান্ডার ‘বিক্রম’ (Vikram)। কাজ শেষ করে অচল হয়ে পড়েছে রোভার প্রজ্ঞানও (Proggyan)। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO জানিয়ে দিয়েছিল যে নির্ধারিত একপক্ষকালের কাজ সেরে আর জেগে উঠবে না ‘বিক্রম’। এখানেই শেষ নয় একেবারে গা ঢাকা দিয়েছে ল্যান্ডার। তবে এবার নাসার (National Aeronautics and Space Administration)ডাকে সাড়া দিতে দেখা গেল তাকে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA ভারতের চন্দ্রযান-৩ অভিযানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এবার অভিযান শেষেও নজরদারি আর তত্ত্বাবধান চালিয়ে যাচ্ছেন মার্কিন মহাকাশ বিজ্ঞানীরা। তাঁরাই রীতিমতো অসাধ্যসাধন করে ফেলেছেন। এবার ল্যান্ডার ‘বিক্রমে’র গায়ে কার্যত টোকা দিয়ে, তার অবস্থান নিশ্চিত করেছে নাসা।

চাঁদের বুকে নিদ্রারত ল্যান্ডার ‘বিক্রম’কে ল্যান্ডমার্ক হিসেবে দেখা হচ্ছে। NASA-র তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, গত ১২ ডিসেম্বর, পৃথিবীর সময় অনুযায়ী দুপুর ৩টে নাগাদ Lunar Reconnaissance Orbiter থেকে Laser Altimeter Instrument থেকে ‘বিক্রমে’র দিকে তীক্ষ্ণ আলো ফেলা হয়। কিছু ক্ষণ অপেক্ষা করার পর দেখা যায় সাড়া দিচ্ছে বিক্রম! অর্থাৎ যেটা মনে করা হচ্ছিল যে চাঁদের বুকে অন্ধকার নেমে আসার পর ল্যান্ডারের যন্ত্র আর কাজ করবে না, সেই আশঙ্কা থেকে কিছুটা হলেও মুক্তি মিলল। কারণ সাড়া মিলেছে ‘বিক্রমে’ বসানো রিফ্লেক্টর থেকেও। সেখান থেকেও আলোক তরঙ্গ প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে নাসা। পাইগান থেকে নির্গত তীক্ষ্ণ আলোর মতো, আলোর সূক্ষ্ম তরঙ্গের মাধ্যমেই এই বার্তালাপ ঘটে। এই আলোকরেখার মাধ্যমেই দূরত্ব নির্ধারণ করে গন্তব্য সম্পরকে অবগত হওয়া যায়। এখেত্রেও তাই ঘটেছে।

Related articles

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...

একসাথে লড়াই হবে: শোভন-বৈশাখীকে স্বাগত অভিষেকের, পদ নিয়ে দলের ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত

তৃণমূল ভবনে আনুষ্ঠিকভাবে দলে যোগ দিয়েই কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করতে...

মেয়ে বিশ্বকাপজয়ী! আবেগে-চোখের জলে ভাষা হারিয়েছেন রিচার গর্বিত পিতা

সন্দীপ সুর বিশ্বকাপজয়ী মেয়ের জন্য গর্বিত পিতা। স্টেডিয়ামে বসেই সাক্ষী থেকেছেন মেয়ের বিশ্বকাপ জয়ের মুহুর্তের। সোমবার বিকেলেও যেন ঘোর...
Exit mobile version