অযোধ্যায় রামমন্দির উদ্বোধন নিয়ে প্রবল গিমিক তৈরি করছে BJP। লাফালাফি চলছে বঙ্গ বিজেপি নেতৃত্বের মধ্যেও। ২২ জানুয়ারি বাংলাজুড়ে সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাজরার সংহতি মিছিলে নেতৃত্ব দেবেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট জানিয়ে দিল, রামমন্দির নিয়ে রাজনৈতিক প্রচার নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বধর্ম সমন্বয়ের পথেই হাঁটবে তারা। ব্লকে ব্লকে মিছিল করবে। হাজরার সংহতি মিছিলে পা মেলাবেন পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সম্পাদক তপনকুমার মিশ্র (Tapan Kumar Mishra)।
শনিবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তপনকুমার মিশ্র জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে তাঁরা সংহতি মিছিলে পা মেলাবেন। ২৩টি জেলার প্রত্যেক ব্লকে ভূদেব মণ্ডলি অর্থাৎ জেলা সংগঠনের সদস্যরা মিছিল করবেন। হাজরার সংহতি যাত্রায় সামিল হবেন ভূদেব মণ্ডলির নেতৃত্ব।
লোকসভা ভোটের আগে রামমন্দির নিয়ে যে গেরুয়া শিবির রাজনীতি করছে, সেটা বুঝতে পেরেছেন অনেকেই। সেই কারণে বাংলায় ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে না ভুলে এখন তৃণমূল সভানেত্রীর (Mamata Banerjee) সর্বধর্ম সমন্বয়ের বার্তায় আস্থা রয়েছে সনাতন হিন্দুদেরও।