Monday, August 25, 2025

তৃণমূলই কথা রাখে, ধূপগুড়িতে উচ্ছ্বাস: নীবিড় উন্নয়নের জন্যেই মহকুমা, জানাল তৃণমূল নেতৃত্ব

Date:

তৃণমূলই কথা রাখে। কথা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিজে উদ্যোগ নিয়ে আইনি জট কাটান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করে ধূপগুড়ি (Dhupguri)। এই নিয়ে শনিবার, তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, নীবিড় উন্নয়নের জন্যেই মহকুমা করা হয়েছে ধূপগুড়িকে। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা জানান, আদিবসী উন্নয়নে সবরকম উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী। মমতা ও অভিষেককে অকুণ্ঠ ধন্যবাদ জানান ধূপগুড়ির বিধায়ক নির্মালচন্দ্র রায়।

২০২৩-এর ২ সেপ্টেম্বর সেখানে গিয়ে অভিষেক কথা দিয়েছিলেন ধূপগুড়িকে মহকুমা করা হবে। মুখ্যমন্ত্রী সে বিষয়ে উদ্যোগ নেন। কিন্তু আইনি জটে সেটা বেশ কিছুদিন আটকে ছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করেন হাইকোর্টের প্রধান বিচারপতিকে। সমস্যা মিটে যায়। এই তথ্য জানিয়ে কুণাল ঘোষ বলেন, ধূপগুড়ির সার্বিক উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত। তৃণমূলই মানুষের উন্নয়নের কথা ভাবে। তাদের দাবিতে মান্যতা দেয়। ইতিমধ্যেই ধূপগুড়ি থেকে আনন্দ উদযাপনের খবর আসছে। বিজেপিকে তুলোধনা করে কুণাল বলেন, বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দেয়। CBI, ED, মন্দিরের রাজনীতি করে। আর তৃণমূল সরকার প্রত্যন্ত এলাকার মানুষের দাবিতে মান্যতা দেয়।

রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, আদিবাসী উন্নয়নকে সব সময় গুরুত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মন্ত্রী উল্লেখ করেন, ঝাড়গ্রামের মেডিক্যাল কলেজে, বিশ্ববিদ্যালয় হয়েছে তৃণমূল আমলেই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন ঝাড়গ্রামে গিয়েছিলেন, তখন স্থানীয়রা তাঁকে এলাকার সমস্যার কথা জানান। অভিষেক তাঁদের কথা শোনেন এবং মন্ত্রীদের পাঠিয়ে এলাকা পরিদর্শন করিয়ে সমস্যার সমাধানের ব্যবস্থা করেন। বিরোধীদের আক্রমণ করে বীরবাহা বলেন, বাংলার উন্নয়নের দিকে দেখুন। কিছু বলার থাকলে আলোচনায় বসুন। তা না করে উন্নয়নের বিরোধিতা করছে বিরোধীরা। তৃণমূলের পাশে সব সময় থাকবে আদিবাসী মানুষ।

মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে অকুণ্ঠ ধন্যবাদ জানান ধূপগুড়ির তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়। বলেন, মহকুমা হওয়ার পরেই ধূপগুড়িবাসীর যে আনন্দ-উচ্ছ্বাস তা বয়ে নিয়ে তিনি কলকাতায় এসেছেন। কী সুবিধা হবে? উত্তরে বিধায়ক জানান, উন্নততর পরিষেবা পাবে ধূপগুড়ি। মহকুমা হওয়ার পরেই গ্রামীণ হাসপাতাল মহকুমা হাসপাতাল হবে। ৫লাখ মানুষ উন্নততর স্বাস্থ্য পরিষেবা পাবেন। নির্মলচন্দ্রের কথায়, উন্নয়নের কর্মযজ্ঞ চলছে বাংলায়। মুখ্যমন্ত্রী উত্তরে উত্তরকন্যা হয়েছে। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, মহিলা কলেজ, সার্কিট বেঞ্চ, রাজবংশী উন্নয়ন বোর্ড তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন, তা রেখেছেন। কিন্তু গত লোকসভা নির্বাচনের আগে উত্তরে গিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ- পঞ্চানন বর্মার বিশাল মূর্তি, নারায়ণী সেনা- তা কিছুই পালন করেননি।

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version