Tuesday, November 11, 2025

রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগের সন্ধেয় এক্স হ্যান্ডেলে তীব্র আক্রমণাক্ত পোস্ট অভিষেকের

Date:

রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগের সন্ধেয় নাম না করে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) লিখলেন, নিরপরাধ মানুষের শবের উপর, ঘৃণা আর হিংসার বিনিময় তৈরি উপাসনকে আমার ধর্ম মান্যতা দিতে শেখায় না।

অভিষেক লেখেন,
“আমার ধর্ম আমাকে কোনও উপাসনালয় তা মন্দির, মসজিদ, গির্জা বা গুরুদ্বারই যাই হোক না কেন- তাকে মান্যতা দিতে বা বর্জন করতে শেখায়নি, যা ঘৃণা, হিংসা এবং নিরপরাধদের মৃতদেহের উপর নির্মিত হয়েছে। ব্যাস!”

মসজিদ ভাঙা। তার জেরে দেশের পরিস্থিতি। তিরিশ বছর ধরে মন্দির নির্মাণের স্থান নিয়ে গোলমাল। তার পরে সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দির নির্মাণ। আর ঠিক লোকসভা ভোটের আগে মন্দির উদ্বোধনকে রাজনৈতিক গিমিক হিসেবে ব্যবহার। এই সব কিছু নিয়েই গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করছেন অভিষেক (Abhishek Banerjee)। স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, যেভাবে এই মন্দির তৈরি হয়েছে, তাকে তিনি সমর্থন করেন না। তাঁর ধর্মও সেটাকে মাধ্যতা দেয় না। তবে, সরাসরি কারও নাম করেননি তিনি। বলেননি কোনও মন্দিরের কথাও। তিনি তাঁর পোস্ট থেকে স্পষ্ট, যেভাবে হিংসা আর রক্তপাতের ভিতের উপর এই মন্দির নির্মাণ হচ্ছে, আর রামকে নির্বাচনী এজেন্ট হিসেবে বিজেপি অপব্যবহার করছে, তাকেই নিশানা করেছেন অভিষেক।


Related articles

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...
Exit mobile version