Sunday, November 9, 2025

রামমন্দির উদ্বোধনের দিন কেন্দ্র সরকারের সঙ্গে তাল মিলিয়ে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছিল দিল্লি এইমস কর্তৃপক্ষ। তারপরই দেশের প্রথম সারির সরকারি হাসপাতালের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয় প্রবল সমালোচনা। তার জেরে সিদ্ধান্ত প্রত্যাহার করল দিল্লি এইমস (AIIMS) কর্তৃপক্ষ। হাসপাতালের আউটডোর বিভাগ খোলা রাখার সিদ্ধান্তের পাশাপাশি সমস্ত জরুরি পরিষেবা খোলা রাখার কথা জানানো হল।

২২ জানুয়ারি কেন্দ্র সরকার বেলা ২.৩০ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। সেই অনুসারে কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন এইমস কর্তৃপক্ষ ২.৩০ পর্যন্ত ছুটির ঘোষণা করে। জরুরি পরিষেবা ছুটির আওতায় আসবে না এমনটাও জানানো হয়েছিল। শনিবারই এই ঘোষণা করা হয়েছিল দিল্লি এইমস-এর পক্ষ থেকে। কিছুদিন আগে এক দুরারোগ্য ব্যধির শিকার প্রৌঢ়ের চিকিৎসা না করে বারবার ঘোরানো নিয়ে সমালোচনার মুখে পড়েছিল দিল্লি এইমস। চাপের মুখে সেই রোগীর বাড়ি গিয়ে চিকিৎসা করে আসে এইমস-এর ডাক্তাররা।

দিল্লি এইমস-এর (AIIMS, Delhi) বিজ্ঞপ্তির পর বিরোধী রাজনৈতিক দল থেকে চিকিৎসক মহলেও সমালোচনা শুরু হয়। তবে দিল্লি এইমস-এর পাশাপাশি তেলেঙ্গানার বিবিনগর (Bibinagar) এইমস-ও অর্ধদিবস ছুটির ঘোষণা করে। শুক্রবারই বিজ্ঞপ্তি জানানো হয় বিবিনগর এইমস-এর পক্ষ থেকে। সমালোচনার মুখে নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করে দিল্লি এইমস। তবে অর্ধদিবস ছুটির সিদ্ধান্ত বহালই রেখেছে বিবিনগর এইমস কর্তৃপক্ষ।

দিল্লি এইমস-এর পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রোগীর সুবিধার্থে আউট পেসেন্ট সার্ভিস (OPD) চালু থাকবে (seamless service) সোমবার ২২ জানুয়ারি। সেই সঙ্গে জরুরি বিভাগও (emergency services) খোলা থাকবে। বারবার এভাবে সমালোচনায় পড়া ও তারপর পিছু হটার ঘটনায় এবার বেশ খানিকটা ব্যাকফুটে দিল্লি এইমস।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version