Thursday, August 21, 2025

FFF 2024: কলকাতায় ফরাসি চলচ্চিত্র উৎসব, উপদেষ্টা মণ্ডলিতে বাংলার প্রীতিময়

Date:

KIFF-এর পরে এবার কলকাতায় ফরাসি চলচ্চিত্র উৎসব FFF 2024। উদ্যোক্তা অ্যালায়েন্স ফ্রান্স (Alliance Française du Bengale)। ১৬ থেকে ২৪ ফেব্রুয়ারি হবে এই ফিল্ম ফেস্টিভাল। এখানে উপদেষ্টা মণ্ডলিতে অনিল কাপুর, অনুরাগ কাশ্যপ, শাজি এন কারুনের সঙ্গে থাকছেন বাংলা প্রীতিময় চক্রবর্তী। বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত নাম প্রীতিময়। দেশজুড়ে বহু স্টুডিও রয়েছে তাঁর। বলিউডের তাবড় চলচ্চিত্র ব্যক্তিত্ব তাঁর বন্ধু।

ইতিমধ্যেই এই ফরাসি চলচ্চিত্র উৎসবে উপদেষ্টা মণ্ডলিতে থাকার জন্য অনুরোধ জানিয়ে প্রীতিময় চক্রবর্তীর কাছে চিঠি পাঠানো হয়েছে। তিনি সেই প্রস্তাব গ্রহণ করেছেন। প্রীতিময় জানান, ফরাসি এবং ভারতীয় সিনেমার এক মেলবন্ধন দেখা যাবে ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভাল ২০২৪-এ। অনিল কাপুর থেকে অনুরাগ কাশ্যপ সবারই যোগ করেছে কান চলচ্চিত্র উৎসেবর সঙ্গে। গত বছর কান ফিল্ম ফেস্টিভালে যখন অনুরাগে ‘কেনেডি’ ছবিটি দেখানো হয়, তখন উঠে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে হাততালি দেন দর্শকরা। একটি ভারতীয় সিনেমার কাছে এটি বড় প্রাপ্তি। মালায়লাম চলচ্চিত্র নির্মাতা শাজি এন কারুনের পিরাভি কানভেনিস পুরস্কার পেয়েছে। ভারতের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা হিসেবে গণ্য করা হয় শাজিকে।

প্রীতিময় চক্রবর্তীর কথায়, বাংলাও পারে ফ্রান্সের ছবিকে কলকাতায় টেনে এনে চলচ্চিত্র উৎসব করতে। অনিল, অরুরাগ, শাজি এন কারুনের মতো বন্ধুদের নিয়ে এই চলচ্চিত্র উৎসব সফল হবে বলে আশা তাঁর। তবে, এই উৎসব ঘিরে কোনও প্রতিযোগিতা থাকছে না। FFF 2024-এর জন্য অপেক্ষায় ফরাসী ছবির অনুরাগীরাও।


Related articles

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...
Exit mobile version