Tuesday, November 4, 2025

FFF 2024: কলকাতায় ফরাসি চলচ্চিত্র উৎসব, উপদেষ্টা মণ্ডলিতে বাংলার প্রীতিময়

Date:

KIFF-এর পরে এবার কলকাতায় ফরাসি চলচ্চিত্র উৎসব FFF 2024। উদ্যোক্তা অ্যালায়েন্স ফ্রান্স (Alliance Française du Bengale)। ১৬ থেকে ২৪ ফেব্রুয়ারি হবে এই ফিল্ম ফেস্টিভাল। এখানে উপদেষ্টা মণ্ডলিতে অনিল কাপুর, অনুরাগ কাশ্যপ, শাজি এন কারুনের সঙ্গে থাকছেন বাংলা প্রীতিময় চক্রবর্তী। বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত নাম প্রীতিময়। দেশজুড়ে বহু স্টুডিও রয়েছে তাঁর। বলিউডের তাবড় চলচ্চিত্র ব্যক্তিত্ব তাঁর বন্ধু।

ইতিমধ্যেই এই ফরাসি চলচ্চিত্র উৎসবে উপদেষ্টা মণ্ডলিতে থাকার জন্য অনুরোধ জানিয়ে প্রীতিময় চক্রবর্তীর কাছে চিঠি পাঠানো হয়েছে। তিনি সেই প্রস্তাব গ্রহণ করেছেন। প্রীতিময় জানান, ফরাসি এবং ভারতীয় সিনেমার এক মেলবন্ধন দেখা যাবে ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভাল ২০২৪-এ। অনিল কাপুর থেকে অনুরাগ কাশ্যপ সবারই যোগ করেছে কান চলচ্চিত্র উৎসেবর সঙ্গে। গত বছর কান ফিল্ম ফেস্টিভালে যখন অনুরাগে ‘কেনেডি’ ছবিটি দেখানো হয়, তখন উঠে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে হাততালি দেন দর্শকরা। একটি ভারতীয় সিনেমার কাছে এটি বড় প্রাপ্তি। মালায়লাম চলচ্চিত্র নির্মাতা শাজি এন কারুনের পিরাভি কানভেনিস পুরস্কার পেয়েছে। ভারতের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা হিসেবে গণ্য করা হয় শাজিকে।

প্রীতিময় চক্রবর্তীর কথায়, বাংলাও পারে ফ্রান্সের ছবিকে কলকাতায় টেনে এনে চলচ্চিত্র উৎসব করতে। অনিল, অরুরাগ, শাজি এন কারুনের মতো বন্ধুদের নিয়ে এই চলচ্চিত্র উৎসব সফল হবে বলে আশা তাঁর। তবে, এই উৎসব ঘিরে কোনও প্রতিযোগিতা থাকছে না। FFF 2024-এর জন্য অপেক্ষায় ফরাসী ছবির অনুরাগীরাও।


Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...
Exit mobile version