Thursday, August 21, 2025

FFF 2024: কলকাতায় ফরাসি চলচ্চিত্র উৎসব, উপদেষ্টা মণ্ডলিতে বাংলার প্রীতিময়

Date:

KIFF-এর পরে এবার কলকাতায় ফরাসি চলচ্চিত্র উৎসব FFF 2024। উদ্যোক্তা অ্যালায়েন্স ফ্রান্স (Alliance Française du Bengale)। ১৬ থেকে ২৪ ফেব্রুয়ারি হবে এই ফিল্ম ফেস্টিভাল। এখানে উপদেষ্টা মণ্ডলিতে অনিল কাপুর, অনুরাগ কাশ্যপ, শাজি এন কারুনের সঙ্গে থাকছেন বাংলা প্রীতিময় চক্রবর্তী। বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত নাম প্রীতিময়। দেশজুড়ে বহু স্টুডিও রয়েছে তাঁর। বলিউডের তাবড় চলচ্চিত্র ব্যক্তিত্ব তাঁর বন্ধু।

ইতিমধ্যেই এই ফরাসি চলচ্চিত্র উৎসবে উপদেষ্টা মণ্ডলিতে থাকার জন্য অনুরোধ জানিয়ে প্রীতিময় চক্রবর্তীর কাছে চিঠি পাঠানো হয়েছে। তিনি সেই প্রস্তাব গ্রহণ করেছেন। প্রীতিময় জানান, ফরাসি এবং ভারতীয় সিনেমার এক মেলবন্ধন দেখা যাবে ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভাল ২০২৪-এ। অনিল কাপুর থেকে অনুরাগ কাশ্যপ সবারই যোগ করেছে কান চলচ্চিত্র উৎসেবর সঙ্গে। গত বছর কান ফিল্ম ফেস্টিভালে যখন অনুরাগে ‘কেনেডি’ ছবিটি দেখানো হয়, তখন উঠে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে হাততালি দেন দর্শকরা। একটি ভারতীয় সিনেমার কাছে এটি বড় প্রাপ্তি। মালায়লাম চলচ্চিত্র নির্মাতা শাজি এন কারুনের পিরাভি কানভেনিস পুরস্কার পেয়েছে। ভারতের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা হিসেবে গণ্য করা হয় শাজিকে।

প্রীতিময় চক্রবর্তীর কথায়, বাংলাও পারে ফ্রান্সের ছবিকে কলকাতায় টেনে এনে চলচ্চিত্র উৎসব করতে। অনিল, অরুরাগ, শাজি এন কারুনের মতো বন্ধুদের নিয়ে এই চলচ্চিত্র উৎসব সফল হবে বলে আশা তাঁর। তবে, এই উৎসব ঘিরে কোনও প্রতিযোগিতা থাকছে না। FFF 2024-এর জন্য অপেক্ষায় ফরাসী ছবির অনুরাগীরাও।


Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version