Friday, August 22, 2025

ত্রিস্তর পঞ্চায়েতে নিয়োগের পরীক্ষায় লাগবে না ফি, সিদ্ধান্ত রাজ্য সরকারের

Date:

ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় শূন্যপদে নিয়োগের ঘোষণা আগেই করেছিল রাজ্য সরকার। এবার সেই নিয়োগের পরীক্ষাও বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হল। মূলত পঞ্চায়েত এলাকার নিয়োগপ্রার্থীদের ওপর আলাদা করে টাকার বোঝা যাতে না চাপে তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

রাজ্যে পঞ্চায়েতের ৭,২১৬ শূন্যপদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে সেই বিজ্ঞপ্তি। এই শূন্যপদের মধ্যে পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়কের পদ যেমন রয়েছে, তেমনই রয়েছে পঞ্চায়েত সমিতির ক্লার্ক, বিআইও পদও। আবার জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ গ্রুপ-ডি পদে নিয়োগেরই পরীক্ষা হবে।

এর আগে ত্রিস্তর পঞ্চায়েতের নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার আবেদনপত্রের জন্য ৩০০টাকা থেকে ৫০০টাকা পর্যন্ত ফি নেওয়া হত। সম্প্রতি বিভিন্ন পরীক্ষায় নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে মামলার কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। এমনকি সেইসব পরীক্ষার ফি নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এবার তাই পঞ্চায়েতে বিপুল সংখ্যক নিয়োগের ক্ষেত্রেই ফি নেওয়া বন্ধ করল রাজ্য সরকার।

সাত হাজারেরও বেশি পদে নিয়োগের জন্য পরীক্ষার ফি না নেওয়া হলে অনেক বেশি সংখ্যক চাকরিপ্রার্থী পরীক্ষা দিতে পারবে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর সরকারি পোর্টালে পাওয়া যাবে পরীক্ষার ফর্ম। এভাবে পরীক্ষার প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। ওই একই পোর্টাল থেকে পরীক্ষার অ্যাডমিট কার্ডও ডাউনলোড করা যাবে বলে জানানো হয়েছে।

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version