Thursday, August 28, 2025

উন্নয়নে বাংলায় খরচ বরাদ্দের ৬০ শতাংশের বেশি, তালিকায় লুটোপুটি গুজরাট, আসামের

Date:

বাংলার উন্নয়নের টাকা আটকে রাজ্য় সরকারকে বিপাকে ফেলার চেষ্টার অভিযোগ কেন্দ্র সরকারের বিরুদ্ধে বারবার করে এসেছে রাজ্য সরকার। উন্নয়নের (development) টাকা খরচের নিরিখে কেন্দ্র সরকারের রিপোর্টই প্রমাণ করছে গোটা দেশে তিন নম্বরে বাংলা। আর যে সব রাজ্যকে ডবল ইঞ্জিন সরকারের নিয়ন্ত্রণে এনে উন্নয়নের ভুরি ভুরি আশ্বাস দিয়েছিল বিজেপি, সেই সব রাজ্যের উন্নয়নে খরচের গড় জাতীয় গড়ের থেকেও নিচে। এরপরেও কেন্দ্রের বঞ্চনার তালিকাতে এক নম্বরেই থেকে যাবে বাংলা!

সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের (Finance ministry) ২০২৩-২৪ অর্থবর্ষের রিপোর্ট প্রকাশিত হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের (15th Finance Commission) বরাদ্দের সবথেকে বেশি অর্থ খরচ করে প্রথম স্থানে তেলেঙ্গানা, দ্বিতীয়স্থানে অরুনাচল প্রদেশ। আর তৃতীয় স্থানেই বাংলা। কেন্দ্রের রিপোর্টেই স্পষ্ট চলতি আর্থিক বর্ষে কেন্দ্রের বরাদ্দের ৬০ শতাংশের বেশি খরচ করেছে বাংলা। আর সেই তালিকায় বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ১৪ তম স্থানে, গুজরাট ১৭ তম স্থানে।

দেশের নিয়ম অনুসারে যে কোনও আর্থিক বর্ষে বরাদ্দের অন্তত ৬০ শতাংশ খরচ করতে হবে কোনও রাজ্যকে। খরচ করতে না পারলে পরবর্তী অর্থবর্ষে (financial year) সেই বরাদ্দ কমিয়ে দেবে কেন্দ্র সরকার। ২০২৩-২৪ অর্থবর্ষে কেন্দ্রের থেকে বাংলার প্রাপ্য ছিল ৪,৮০০ কোটি টাকা। তার মধ্যে ৩,৫০০ কোটির বেশি উন্নয়নমূলক খাতে খরচ করতে পেরেছে বাংলা। অন্যদিকে গুজরাট বা মধ্যপ্রদেশের মতো রাজ্যে সেই খরচের পরিমাণ ৬০ শতাংশের অনেক কম। এই তালিকায় আরও নিচের দিকে মহারাষ্ট্র, বিহারের জায়গা হয়েছে।

তবে এই রাজ্যে বিজেপি নেতারা বিধানসভা নির্বাচনের আগে প্রচার চালিয়েছিলেন এই বলে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের বন্যা বয়ে যাবে। বাস্তবে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে যে সব রাজ্যে বিজেপি এভাবে ডবল ইঞ্জিন সরকার চালাচ্ছে সেখানে উন্নয়নের ভাঁড়ে মা ভবানী।

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version