Sunday, November 9, 2025

উত্তরপ্রদেশের শৈত্যপ্রবাহে উষ্ণতা ছড়ালো তারকা খচিত অযোধ্যা

Date:

সোমবার অযোধ্যার সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার সময়ই সেই তাপমাত্রা ছুঁল অযোধ্যা। সঙ্গে ঝলমলে রোদ। তবে মন্দির চত্বরের তাপমাত্রা তার থেকেও বেশি বাড়ল বলিউড তারকাদের ঝলমলে উপস্থিতি দিয়ে। সরযূর হাওয়ায় যে ঠাণ্ডা বয়ে আসে সোমবার তা যেন নায়িকাদের চিকন শাড়ির পাটেই আটকা পড়ে যায়। মন্দির চত্বরে শুধুমাত্র উপস্থিত থেকেই উজ্জ্বলতা বাড়াননি তারকারা, অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করতেও দেখা গেল তাঁদের। মনেই হল না অযোধ্যায় সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ৫ ডিগ্রি।

অমিতাভ বচ্চন থেকে ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, এমনকি দক্ষিণি নায়ক চিরঞ্জীবী বা রাম চরণ, থালাইভা রজনিকান্ত – সবাই উপস্থিত ছিলেন বাহারি সাদা পাঞ্জাবিতে। গলায় ঝুলছে শাল, অবশ্য়ই তা জানান দিচ্ছে অযোধ্যার ঠাণ্ডা থেকে রক্ষা পাওয়াটাও দরকার। ভিকির হাত ধরে আসা ক্যাটরিনা বা রণবীরের সঙ্গে আলিয়া যদিও ফুলস্লিভ ব্লাউজেই ভরসা রাখলেন।

তবে অতিথি অভ্যাগতদের আমন্ত্রণে সক্রিয় ভূমিকা নিতে দেখা গেল শচীন তেন্ডুলকারকে। সঙ্গীতশিল্পীরা আরও সক্রিয়ভাবে জুড়লেন সোমবারের অনুষ্ঠানের সঙ্গে। মঞ্চে উঠে ভজন গাইলেন সোনু নিগম। গোটা প্রাণপ্রতিষ্ঠা আচার চলাকালীন রামভজন গাইলেন শঙ্কর মহাদেবন। গলা মেলালেন অনুরাধা পড়োয়ালও। সঙ্গীত তারকাদের উপস্থিতিকে আরও উজ্জ্বল করে অনু মালিক ও প্রসূন যোশির উপস্থিতি।

তবে বলিউডে নক্ষত্রদের মধ্যেও উজ্জ্বল উপস্থিতি প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে, ভেঙ্কটেশ প্রসাদের। মহিলা ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেন মিথালি রাজ। টেনিস তারকা সাইনা নেহওয়ালও অবশ্য মিথালির মতো মোটা কোট, শালে মুড়েই উপস্থিত ছিলেন। সপরিবারে উপস্থিতি ছিলেন মুকেশ আম্বানিও। রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রতিশ্রুতি মতো স্বামীর সঙ্গে উপস্থিত ছিলেন মাধুরী দিক্ষীতও। একইভাবে দীর্ঘদিনের উচ্ছ্বাস মতো উপস্থিতি ও ফটোসেশনে মন্দির চত্বরে নজর কাড়লেন অনুপম খের ও কঙ্গনা রানাওত। বিমানে ভজন গাইতে গাইতে মন্দিরে উপস্থিত পরিচালক মধুর ভান্ডারকর। ছিলেন পরিচালক রোহিত শেঠি থেকে রাজকুমার হিরানি।

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version