Thursday, November 13, 2025

প্রথম দুই টেস্টে না খেলার কথা রোহিতকে জানিয়ে ছিলেন বিরাট

Date:

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে নেই বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্টে নেই ভারতের প্রাক্তন অধিনায়ক , যা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বিরাট যে প্রথম দুই টেস্টে খেলতে পারবেন না, তা আগে জানিয়েছিলেন রোহিত শর্মাকে। প রে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা এবং জাতীয় নির্বাচকদের।

এই নিয়ে বোর্ডের এক কর্তা বলেন, ‘‘কোহলি প্রথম রোহিতের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করেছে। কারণ রোহিত দলের অধিনায়ক। কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও কথা বলেছে। দল থেকে ছুটি পাওয়া পর নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করে ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েছে। কোহলির কাছে সব সময় জাতীয় দল প্রাধান্য পেয়েছে। কিন্তু হঠাৎ একটা সমস্যা তৈরি হয়েছে। সেখানে ওর উপস্থিত থাকাটা বাধ্যতামূলক। বাধ্য হয়েই দুটো ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিতে হয়েছে কোহলিকে।’’

এদিন হঠাৎই ব্যক্তিগত কারণের জন্যই প্রথম দুটি টেস্ট ম্যাচ থেকে সরে দাঁড়ান বিরাট।বিরাটের সরে দাঁড়ানোর কথা জানায় বোর্ড। অধিনায়ক রোহিত শর্মা এবং বোর্ডের কাছে ব্যক্তিগত কারণের জন্য অনুপস্থিতির কথা জানিয়েছেন বিরাট। বোর্ড তাঁর এই অনুপস্থিতি মঞ্জুর করেছে। তবে ঠিক কী কারণে কোহলি হঠাৎ সরে দাঁড়ালেন, তা জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে। কোহলির পরিবর্ত হিসাবে কারও নাম ঘোষণা করেননি নির্বাচকেরা। দলে বিরাট কোহলির মত তারকা ব্যাটার না থাকা সত্যি চিন্তার বিষয়। সে ক্ষেত্রেও নির্বাচকরা দলের বাকি প্রতিভাবান খেলোয়াড়দের উপরই আস্থা রাখছে।তবে বিরাটের ব্যক্তিগত কারণ গোপনীয়তার জন্য সংবাদ মাধ্যম এবং ভক্তদের অনুরোধ করেছে বোর্ড।

আরও পড়ুন- আগামিকাল ভারতের সামনে সিরিয়া, ম্যাচ নিয়ে কী বললেন স্টিম্যাচ?


Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version