Friday, August 29, 2025

রঘুনাথপুরে  নির্মীয়মাণ কারখানায় কাজের দাবিতে বিক্ষোভ, মাথা ফাটল আইসির

Date:

বেশ কিছুদিন ধরে একটি কারখানা তৈরি হচ্ছিল।প্রথম থেকেই দাবি ছিল, স্থানীয়দের চাকরি দিতে হবে।কিন্তু ধৈর্য রাখতে পারলেন না কেউই।স্থানীয়দের বিক্ষোভ সামাল দিতে গিয়ে গুরুতর আহত হলেন রঘুনাথপুর থানার আই সি অর্ঘ্য মন্ডল সহ বেশ কয়েকজন পুলিশকর্মী।বিক্ষোভকারীদের ছোড়া ইটে মাথা ফেটে যায় আই সির। তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় ধরপাকড় চালিয়ে ১৫জনকে গ্ৰেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে দুটি বাইক ও কয়েকটি সাইকেল।মঙ্গলবার পুরুলিয়ার রঘুনাথপুর শিল্পতালুকের লছমনপুর এলাকায় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় বর্তমানে পুলিশ পিকেট রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

রঘুনাথপুর শিল্পতালুকের লছমনপুর মৌজায় একটি প্রতিষ্ঠিত ইস্পাত শিল্পগোষ্ঠী কারখানা তৈরির কাজ শুরু করেছে। সোমবার সেখানে হাজির হয় বেশ কিছু স্থানীয় মানুষ। তাদের হাতে ছিল “স্থানীয় ও জমিহারা” নামে প্ল্যাকার্ড। তারা কারখানার গেট আটকে কর্মীদের কারখানায় ঢুকতে বাধা দেয়। মঙ্গলবার আবার ওই একই ধরনের প্ল্যাকার্ড নিয়ে প্রায় পাঁচ-ছশো মানুষ কারখানার গেটে জমা হয়। কারখানা কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ গিয়ে জমায়েত সরিয়ে দেয়।

এরপরই কিছুক্ষণের মধ্যে লছমনপুর গ্ৰামের দিক থেকে প্রচুর মানুষ ছুটে এসে পুলিশকে আক্রমণ করে। তাদের ছোঁড়া ইঁটের আঘাতে আইসি লুটিয়ে পড়লে হামলাকারীরা লাঠি নিয়ে তার উপর চড়াও হয়। পুলিশ কোনওরকমে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে ছুটে যান পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ। নির্মীয়মান কারখানার জেনারেল ম্যানেজার বিপুল পানিগিরি বলেন, হঠাৎ এভাবে কারখানার কাজ ব্যহত হবে, তারা ভাবেন নি।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version