Wednesday, November 5, 2025

তুচ্ছ ‘অজুহাতে’ পুলিশি বাধা, রাহুলের ন্যায় যাত্রা ঘিরে উত্তপ্ত গুয়াহাটি

Date:

রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কেন্দ্র করে মঙ্গলবারও উত্তপ্ত হয়ে উঠল অসম। এদিন কংগ্রেসের ৫ হাজার কর্মী সমর্থক গুয়াহাটিতে প্রবেশ করলে পুলিশি বাধার মুখোমুখি হন। এরপরই পরিস্থিতি চরম আকার ধারন করে। রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় পুলিশ ও কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

নাগাল্যান্ড হয়ে গত ১৮ জানুয়ারি অসমে প্রবেশ করেছে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। তবে বিজেপি শাসিত রাজ্যে পা রাখতেই পুলিশি বাধার সম্মুখিন হয় মিছিল। সোমবার এক মন্দিরে প্রবেশ করতে বাধা দেওয়া হয় রাহুলকে। বটদ্রব সত্র মন্দিরে ঢুকতে গেলে কর্তৃপক্ষ তাঁকে বাধা দেন। আর তার পরই নওগাঁওতে অবস্থানে বসেন কংগ্রেস নেতা। এরপর মঙ্গলবার গুয়াহাটিতেও পুলিশের বাধার মুখে পড়তে হয় রাহুল গান্ধীকে। এই র‌্যালি গুয়াহাটিতে ঢুকতে পারে তেমনই খবর ছিল রাজ্য প্রশাসনের কাছে। তাই আগেভাগেই গুয়াহাটির গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলি নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। সোমবার সকালে পাঁচ হাজারেরও বেশি কর্মি-সমর্থক নিয়ে যখন সেই র‌্যালি গুয়াহাটিতে ঢোকার চেষ্টা করে, তখনই সেটিকে আটকে দেয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজধানীর ভিতরে গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে এই মিছিলকে অনুমতি দেওয়া যাবে না। পুলিশের পরামর্শ, ২৭ নম্বর জাতীয় সড়ক ধরে নমনি অসমের দিকে এই র‌্যালি নিয়ে যাওয়ার। তবে রাজধানির মধ্য থেকেই মিছিল নিয়ে যেতে অনড় রাহুল। কংগ্রেসের অভিযোগ, অত্যন্ত তুচ্ছ কারণ দেখিয়ে গুয়াহাটি ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version