আগেভাগেই প্রথম টেস্টের জন্য নিজেদের একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড

Date:

Share post:

ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট শুরু হতে বেশ খানিকটা সময় বাকি রয়েছে। তবে আগেভাগেই প্রথম টেস্টের জন্য নিজেদের একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। হায়দরাবাদে আয়োজিত প্রথম টেস্টের দলে সুযোগ পেলেন ইংল্যান্ডের অভিজ্ঞ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। তিন স্পিনার এবং এক বিশেষজ্ঞ ফাস্ট বোলার নিয়ে মাঠে নামতে চলেছে ইংল্যান্ড। দলের একমাত্র বিশেষজ্ঞ ফাস্ট বোলার মার্ক উড। তার দখলে বাড়তি গতি রয়েছে। পিচ যেমনই হোক না কেন, গতি সবসময়ই ব্যাটারদের চাপে ফেলে। সেই কারণেই সম্ভবত উডকে একাদশে সুযোগ দেওয়া হল। অ্যান্ডারসনকে হয়তো সিরিজ এগোলে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে।
অফস্পিনার শোয়েব বাশির এখনও পর্যন্ত ভিসা সমস্যায় আটকে রয়েছেন। ভারতে আসতে পারেননি তিনি। বাশির যে প্রথম টেস্টে মাঠে নামতে পারবে না, তা কার্যত নিশ্চিতই ছিল। হলও তাই। সমারসেটের অফস্পিনারকে ছাড়াই মাঠে নামছে ইংল্যান্ড।

তবে এই ম্যাচে বাশিরের অভিষেক না হলেও, নিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামতে দেখা যাবে টম হার্টলিকে। ২৪ বছর বয়সি ল্যাঙ্কাশায়ারের বাঁ-হাতি স্পিনার সুযোগ পেয়েছেন একাদশে। তাঁর সঙ্গে রয়েছেন জ্যাক লিচ এবং তরুণ লেগ স্পিনার রেহান আমেদ।ইংল্যান্ডের একাদশে জনি বেয়ারস্টো থাকলেও, দস্তানা হাতে যে ফোকসকে দেখা যাবে, তার ইঙ্গিত মিলেইছিল। তেমনটাই হচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ অ্যাশেজ টেস্ট থেকে এই টেস্টের একাদশে ইংল্যান্ড সব মিলিয়ে মোট চার বদল ঘটিয়েছে। এই বদল দলকে সাফল্য এনে দিতে পারে কি না, সেটা দেখার বিষয়। ম্যাচের টসের সময় সাধারণত একাদশ ঘোষণা হলেও, প্রায় একদিন আগে দল ঘোষণার মাধ্যমে ইংল্যান্ড ম্যানেজমেন্ট সম্ভবত এই একাদশের প্রতি নিজেদের পূর্ণ আস্থা প্রদর্শন করতেই চেয়েছেন।

প্রথম টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ড একাদশ:-

জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, রেহান আমেদ, টম হার্টলি, মার্ক উড, জ্যাক লিচ

spot_img

Related articles

মূর্তি ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা জয়নগরে! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের...

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে...

জয়ের ধারা অব্যাহত সুন্দরবনের, হারল ব্যারেটোর দল

  জমজমাট শ্রাচি গ্রুপ আয়োজিত বেঙ্গল সুপার লিগ (Bengal super league)।সোমবার ছিল দুটি ম্যাচ। হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে হারাল সুন্দরবন বেঙ্গল...

শীঘ্রই রাজ্যজুড়ে বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক: জানালেন তৃণমূল সভানেত্রী

কয়েকদিনের মধ্যেই আরও বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...