Saturday, May 3, 2025

আগেভাগেই প্রথম টেস্টের জন্য নিজেদের একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড

Date:

Share post:

ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট শুরু হতে বেশ খানিকটা সময় বাকি রয়েছে। তবে আগেভাগেই প্রথম টেস্টের জন্য নিজেদের একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। হায়দরাবাদে আয়োজিত প্রথম টেস্টের দলে সুযোগ পেলেন ইংল্যান্ডের অভিজ্ঞ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। তিন স্পিনার এবং এক বিশেষজ্ঞ ফাস্ট বোলার নিয়ে মাঠে নামতে চলেছে ইংল্যান্ড। দলের একমাত্র বিশেষজ্ঞ ফাস্ট বোলার মার্ক উড। তার দখলে বাড়তি গতি রয়েছে। পিচ যেমনই হোক না কেন, গতি সবসময়ই ব্যাটারদের চাপে ফেলে। সেই কারণেই সম্ভবত উডকে একাদশে সুযোগ দেওয়া হল। অ্যান্ডারসনকে হয়তো সিরিজ এগোলে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে।
অফস্পিনার শোয়েব বাশির এখনও পর্যন্ত ভিসা সমস্যায় আটকে রয়েছেন। ভারতে আসতে পারেননি তিনি। বাশির যে প্রথম টেস্টে মাঠে নামতে পারবে না, তা কার্যত নিশ্চিতই ছিল। হলও তাই। সমারসেটের অফস্পিনারকে ছাড়াই মাঠে নামছে ইংল্যান্ড।

তবে এই ম্যাচে বাশিরের অভিষেক না হলেও, নিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামতে দেখা যাবে টম হার্টলিকে। ২৪ বছর বয়সি ল্যাঙ্কাশায়ারের বাঁ-হাতি স্পিনার সুযোগ পেয়েছেন একাদশে। তাঁর সঙ্গে রয়েছেন জ্যাক লিচ এবং তরুণ লেগ স্পিনার রেহান আমেদ।ইংল্যান্ডের একাদশে জনি বেয়ারস্টো থাকলেও, দস্তানা হাতে যে ফোকসকে দেখা যাবে, তার ইঙ্গিত মিলেইছিল। তেমনটাই হচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ অ্যাশেজ টেস্ট থেকে এই টেস্টের একাদশে ইংল্যান্ড সব মিলিয়ে মোট চার বদল ঘটিয়েছে। এই বদল দলকে সাফল্য এনে দিতে পারে কি না, সেটা দেখার বিষয়। ম্যাচের টসের সময় সাধারণত একাদশ ঘোষণা হলেও, প্রায় একদিন আগে দল ঘোষণার মাধ্যমে ইংল্যান্ড ম্যানেজমেন্ট সম্ভবত এই একাদশের প্রতি নিজেদের পূর্ণ আস্থা প্রদর্শন করতেই চেয়েছেন।

প্রথম টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ড একাদশ:-

জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, রেহান আমেদ, টম হার্টলি, মার্ক উড, জ্যাক লিচ

spot_img
spot_img

Related articles

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...