Saturday, November 8, 2025

হাতে মাত্র আটদিন, ফেব্রুয়ারির দ্বিতীয় দিন থেকেই শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)। সম্প্রতি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ (Madhyasiksha Parsad)এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার পরীক্ষার নয়া নির্ঘণ্ট প্রকাশ করে এ বার্তা জানানো হয়। এবার এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল একটি শিক্ষক সংগঠন। বুধবার হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর (Biswajit Basu)এজলাসে দায়ের হয় এই মামলা।

পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে এবছর এর আগে মাধ্যমিক পরীক্ষা সকাল ১১টা ৪৫ মিনিটের পরিবর্তে সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে শুরু হবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট। এতদিন বেলা ১২টায় এই পরীক্ষা শুরু হলেও এই বছর সকাল ৯টা ৪৫ মিনিট থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন অভিযোগ করে যে পড়ুয়াদের কথা না ভেবে, কারও সঙ্গে কোনও আলোচনা না করে একতরফা ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে গ্রাম শহর বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষার্থীর সমস্যায় পড়বেন। যেহেতু মাধ্যমিক পরীক্ষা নিজের কেন্দ্রে হয় না তা এই শীতের সকালে তাড়াতাড়ি ট্রেনে বাসে করে অন্য পরীক্ষাকেন্দ্রে যেতে সমস্যা হতে পারে। বিচারপতি বিশ্বজিৎ বসু মামলাটি গ্রহণ করেন। আদালত সূত্রে খবর ছাত্রছাত্রীদের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি। আগামিকাল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version