Monday, August 25, 2025

হাতে মাত্র আটদিন, ফেব্রুয়ারির দ্বিতীয় দিন থেকেই শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)। সম্প্রতি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ (Madhyasiksha Parsad)এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার পরীক্ষার নয়া নির্ঘণ্ট প্রকাশ করে এ বার্তা জানানো হয়। এবার এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল একটি শিক্ষক সংগঠন। বুধবার হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর (Biswajit Basu)এজলাসে দায়ের হয় এই মামলা।

পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে এবছর এর আগে মাধ্যমিক পরীক্ষা সকাল ১১টা ৪৫ মিনিটের পরিবর্তে সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে শুরু হবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট। এতদিন বেলা ১২টায় এই পরীক্ষা শুরু হলেও এই বছর সকাল ৯টা ৪৫ মিনিট থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন অভিযোগ করে যে পড়ুয়াদের কথা না ভেবে, কারও সঙ্গে কোনও আলোচনা না করে একতরফা ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে গ্রাম শহর বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষার্থীর সমস্যায় পড়বেন। যেহেতু মাধ্যমিক পরীক্ষা নিজের কেন্দ্রে হয় না তা এই শীতের সকালে তাড়াতাড়ি ট্রেনে বাসে করে অন্য পরীক্ষাকেন্দ্রে যেতে সমস্যা হতে পারে। বিচারপতি বিশ্বজিৎ বসু মামলাটি গ্রহণ করেন। আদালত সূত্রে খবর ছাত্রছাত্রীদের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি। আগামিকাল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version