Thursday, November 13, 2025

শাহজাহানের খোঁজে তৎপরতা তুঙ্গে! সাতসকালে সন্দেশখালিতে ইডি, চলছে জোর তল্লাশি

Date:

মাঝে কেটে গিয়েছে ১৮ দিন। বুধবার সাতসকালে সদলবলে শাহজাহান শেখের (Sahjahan Seikh) বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের। সূত্রের খবর, ইডির (Enforcement Directorate) সঙ্গে এদিন প্রায় ১২৫ জওয়ান ঘটনাস্থলে রয়েছে। সঙ্গে আনা হয়েছে তালার চাবি ভাঙার লোকও। এদিন সকালে শাহজাহানের সন্দেশখালির (Sandeskhali) বাড়িতে গিয়ে তালা বন্ধ দেখেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। তারপরই ডুপ্লিকেট চাবি বানিয়ে ওই তালা খোলার চেষ্টা শুরু হলেও সময়ের কারণে তা বানচাল হয়ে যায়। এরপরই ইডি অফিসারের নির্দেশে এদিন সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ তালা ভেঙে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে শাহজাহানের বাড়িতে ঢোকেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই মুহূর্তে বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি ইতিমধ্যে একাধিক ঘরে জোর তল্লাশি চালানো হচ্ছে। পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হচ্ছে বলে খবর।

গত ৫ জানুয়ারি রেশন বন্টন মামলায় সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে আচমকা তল্লাশি চালাতে এলে জনরোষের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। মাথা ফেটে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ইডির তিন আধিকারিক। ঘটনার পর থেকেই নিখোঁজ সন্দেশখালির শাহজাহান। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় ইডির ৬ তদন্তকারী আধিকারিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের তরফে ইডির কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়া হয়। রাজ্য পুলিশের দাবি মেনে স্থানীয় দু’জন নিরপেক্ষ প্রত্যক্ষদর্শী নিয়ে শেখ শাহজাহানের বাড়ির ভেতরে ঢুকে জোর তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। সূত্রের খবর, ভিডিওগ্রাফার-সহ মোট ১৩ জন তদন্তকারী আধিকারিক শাহজাহানের বাড়ির ভেতরে ঢুকেছেন।  ইতিমধ্যে, শাহজাহানের বাড়ির আলমারি ভাঙা হয়েছে। নথি হাতে পেতে চলছে জোর তল্লাশি।

এদিকে সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার ওই মামলার শুনানি হতে পারে। তারই মাঝে এদিন সাত সকালে সন্দেশখালিতে পৌঁছে গেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে এদিন সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে ঢোকা ইডির অফিসাররা বাইরে থেকে কিছু নিয়ে ভেতরে ঢুকছেন কি না, সেদিকে কড়া পর্যবেক্ষণ চালাতে দেখা গেল রাজ্য পুলিশকে। শাহজাহানের বাড়ির প্রধান যে লোহার গেট, সেই গেটের সামনেই বসে রয়েছেন রাজ্য পুলিশের এক আধিকারিক। ইডি অফিসাররা ভেতরে ঢোকার সময় রাজ্য পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে, বাইরে থেকে কী কী নিয়ে ভেতরে ঢুকছেন তদন্তকারীরা। সূত্রের খবর, এমনকী জুতো খুলে ইডি অফিসাররা যখন বাড়ির ভেতরে ঢুকছেন, তখন তাঁদের মোজাও বাইরে খুলে আসতে বলা হয়।

 

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version