Monday, August 25, 2025

১) কলিঙ্গ সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল এফসি। সেমিফাইনালে জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারালো কার্লোস কুয়াদ্রাতের দল। ইস্টবেঙ্গলের দুই গোলদাতা হলেন হিজাজি এবং সিভেরিও। ছ’বছর পর আবার সুপার কাপের ফাইনালে উঠল লাল-হলুদ ব্রিগেড।

২) দল কলিঙ্গ সুপার কাপের ফাইনালে ওঠায় সন্তুষ্ট ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। তবে এখনই উচ্ছ্বাস দেখাতে নারাজ লাল-হলুদের হেড স্যর। জামশেদপুর এফসির বিরুদ্ধে সেমিফাইনালে জয়ের পর স্প্যানিশ কোচ জানিয়ে দিলেন, ট্রফি না জিততে পারলে কোনও মূল্য থাকবে না।

৩) আজ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ । প্রথম টেস্টে নেই বিরাট কোহলি। হায়দরাবাদে প্রথম একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রে কিছুটা সাবধানী ভারতীয় শিবির। হায়দরাবাদে তিন স্পিনার নিয়ে নামতে পারে ভারত। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার খেলা নিশ্চিত। অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের মধ্যে এক জন সুযোগ পাবেন প্রথম একাদশে।

৪) আগামী দিনে কি ভারতীয় দলে সুযোগ পাবেন চেতেশ্বর পুজারা, অজিঙ্কে রাহানে? দুই অভিজ্ঞ ব্যাটারের সুযোগ পাওয়ার কোনও সম্ভাবনা আছে? ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে আগের দিন উত্তর দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। রোহিত বলেন, আমরা ওদের নিয়ে ভেবেছি। কিন্তু তরুণ খেলোয়াড়েরাই বা আর কবে সুযোগ পাবে? ব্যাপারটা নিয়ে আমরা যথেষ্ট ভেবেছি।

৫) মহিলাদের দ্বিতীয় আইপিএলের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এ বারের প্রতিযোগিতা। ফাইনাল হবে ১৭ মার্চ। বেঙ্গালুরু এবং দিল্লিতে হবে মহিলাদের প্রিমিয়ার লিগের ম্যাচগুলি। ফাইনাল-সহ মোট ২২টি ম্যাচ হবে মহিলাদের প্রিমিয়ার লিগে।

আরও পড়ুন – Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে


Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version