Wednesday, November 5, 2025

খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়! মেডিক্যাল মামলায় বড় সিদ্ধান্ত ডিভিশন বেঞ্চের

Date:

মেডিক্যাল মামলায় (Medical) ফের খারিজ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) রায়। এই মামলায় বুধবারই সিবিআইকে (CBI) এফআইআরের (FIR) নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য।

প্রাথমিকভাবে একক বেঞ্চের সিদ্ধান্ত সেইসময় খারিজ করা হলেও বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজের নির্দেশই বহাল রাখেন।

বৃহস্পতিবার সেই নির্দেশ পুনরায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ (Division Bench)।

এদিন রাজ্যের তরফে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। ডিভিশন বেঞ্চ সাফ জানায়, মূল মামলাকারী তাঁর পিটিশনে কোনওভাবেই এফআইআর-এর কথা উল্লেখ করেননি। তাহলে কীসের ভিত্তিতে সিবিআই তদন্ত হবে? এই প্রশ্ন তুলেই এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দেন বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ। তবে এদিন বিচারপতি সৌমেন সেন সাফ জানান, আদালত থেকে সংগৃহীত নথি দ্রুত ফেরত দিতে হবে সিবিআইকে। এদিকে, সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশ ডিভিশন বেঞ্চ স্থগিত করার কথা জানার পরেও কী করে রেজিস্ট্রার জেনারেল অফিস সেই রায়ের কপি সিবিআইকে পাঠাল, তা জানতে চেয়েছে ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। সেদিনই এই প্রশ্নের জবাব দিতে হবে রেজিস্ট্রার জেনারেলকে।

দিনকয়েক আগেই মেডিক্যালে ছাত্র ভর্তিতে বেনিয়মের অভিযোগ সামনে আসে। এক ছাত্রী অভিযোগ করেন, তিনি তপসিলি উপজাতিভুক্ত। তাঁর কাছে প্রামাণ্য শংসাপত্রও রয়েছে। তা সত্ত্বেও তিনি মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারেননি। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলায় বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেন। এরপরই আধ ঘণ্টার মধ্যেই গোটা বিষয়টি রাজ্যের তরফে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। তখন ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্তের নির্দেশে অন্তবর্তী স্থগিতাদেশ দেন। এরপরও মামলা নিয়ে জট অব্যহত।

 

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version