Thursday, August 21, 2025

খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়! মেডিক্যাল মামলায় বড় সিদ্ধান্ত ডিভিশন বেঞ্চের

Date:

মেডিক্যাল মামলায় (Medical) ফের খারিজ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) রায়। এই মামলায় বুধবারই সিবিআইকে (CBI) এফআইআরের (FIR) নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য।

প্রাথমিকভাবে একক বেঞ্চের সিদ্ধান্ত সেইসময় খারিজ করা হলেও বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজের নির্দেশই বহাল রাখেন।

বৃহস্পতিবার সেই নির্দেশ পুনরায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ (Division Bench)।

এদিন রাজ্যের তরফে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। ডিভিশন বেঞ্চ সাফ জানায়, মূল মামলাকারী তাঁর পিটিশনে কোনওভাবেই এফআইআর-এর কথা উল্লেখ করেননি। তাহলে কীসের ভিত্তিতে সিবিআই তদন্ত হবে? এই প্রশ্ন তুলেই এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দেন বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ। তবে এদিন বিচারপতি সৌমেন সেন সাফ জানান, আদালত থেকে সংগৃহীত নথি দ্রুত ফেরত দিতে হবে সিবিআইকে। এদিকে, সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশ ডিভিশন বেঞ্চ স্থগিত করার কথা জানার পরেও কী করে রেজিস্ট্রার জেনারেল অফিস সেই রায়ের কপি সিবিআইকে পাঠাল, তা জানতে চেয়েছে ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। সেদিনই এই প্রশ্নের জবাব দিতে হবে রেজিস্ট্রার জেনারেলকে।

দিনকয়েক আগেই মেডিক্যালে ছাত্র ভর্তিতে বেনিয়মের অভিযোগ সামনে আসে। এক ছাত্রী অভিযোগ করেন, তিনি তপসিলি উপজাতিভুক্ত। তাঁর কাছে প্রামাণ্য শংসাপত্রও রয়েছে। তা সত্ত্বেও তিনি মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারেননি। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলায় বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেন। এরপরই আধ ঘণ্টার মধ্যেই গোটা বিষয়টি রাজ্যের তরফে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। তখন ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্তের নির্দেশে অন্তবর্তী স্থগিতাদেশ দেন। এরপরও মামলা নিয়ে জট অব্যহত।

 

 

 

 

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version