Sunday, November 9, 2025

রুম হিটার (Room Heater) ব্যবহার করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক বৃদ্ধার (Old Lady)। বেহালার (Behala) নফরচন্দ্র দাস রোডের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম পূর্ণিমা দে (৮২)। এদিকে গভীর রাতে বৃদ্ধার চিৎকার শুনে তাঁর ঘরে ছুটে যান পরিবারের অন্যান্য সদস্যরা। দরজা খুললে তাঁরা দেখতে পান আগুনে (Fire) পুড়ে ঝলসে গিয়েছেন ওই বৃদ্ধা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বৃদ্ধার।

পরিবার সূত্রে খবর, সোমবার রাতে খাওয়ার পরে নিজের ঘরে রুম হিটার চালিয়ে ঘুমোতে গিয়েছিলেন বৃদ্ধা। আর তারপর গভীর রাতে এমন দুর্ঘটনা। বাড়িতে দুই ছেলে-বৌমার সঙ্গে থাকতেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন রুম হিটার চালিয়ে ঘুমোতেন পূর্ণিমা। কয়েক ঘণ্টা চলার পরে গভীর রাতে নিজেই হিটার বন্ধ করে দিতেন। বৃদ্ধার ছোট ছেলে দেবনাথ দে বলেন, সোমবার রাত দেড়টা নাগাদ মায়ের ঘর থেকে চিৎকার শুনতে পাই। দরজা খুলে ঢুকে দেখি মায়ের গায়ের কাপড় দাউ দাউ করে জ্বলছে। বিছানাও পুড়ে গিয়েছে। এরপরই এক মুহূর্ত সময় নষ্ট না করে তাঁকে প্রথমে বেহালার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু সেখানে পরিস্থিতির অবনতি হওয়ায় রাতেই বৃদ্ধাকে বাইপাসের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মঙ্গলবার দুপুরে মারা যান তিনি।

তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। রুম হিটারের উপরে কোনওভাবে বৃদ্ধার গায়ের চাদর চলে গিয়েছিল। আর সেকারণেই চাদরে আগুন লেগে যায়। তবে ঘুমিয়ে থাকায় তা বুঝতে পারেননি বৃদ্ধা। এদিকে বুধবার এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃদ্ধার দেহের ময়নাতদন্ত হয়। পুলিশ জানিয়েছে, পরিবারের তরফে এখনও অভিযোগ দায়ের হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

 

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version