Sunday, November 9, 2025

এগরায় সাংসদ তহবিলের টাকায় বিজেপি কর্মীর বাড়ির রাস্তা তৈরি নিয়ে বিতর্ক

Date:

এগরায় সাংসদ তহবিলের টাকায় রাস্তা তৈরি নিয়ে তরজা তুঙ্গে। অভিযোগ, বিজেপি সাংসদের তহবিলের টাকায় এগরা দু নম্বর ব্লকের মন্ডল সভাপতি দেবকুমার পন্ডার বাড়ির সামনের রাস্তা ঢালাই করা হয়েছে।গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় বহু রাস্তা খারাপ থাকলেও শুধুমাত্র ওই বিজেপি কর্মীর বাড়ির সামনের রাস্তা রাতারাতি পাকা হয়ে গেল।
গ্রামবাসীদের আরও অভিযোগ, যে রাস্তাটি তৈরি হয়েছে তার ২০০ মিটার দূরে একটি বেহাল রাস্তা আছে। এবং ওই রাস্তা দিয়ে গ্রামবাসীরা প্রতিদিন যাতায়াত করেন। অথচ সেই রাস্তাটি না সারাই করে বিজেপি কর্মীর বাড়ির সামনে রাস্তা ইচ্ছাকৃতভাবে ঢালাই করা হয়েছে।
সাংসদ দিলীপ ঘোষের তহবিল থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সাংসদ তহবিল থেকে প্রচুর জায়গায় আমি টাকা দিয়েছি। কিন্তু বিডিওরা চার পাঁচ বছর ধরে টাকা আটকে রেখেছেন কাজ করছেন না। এ নিয়ে আমরা বহুবার জেলাশাসকের সঙ্গে বৈঠক করেছি, কিন্তু রাস্তা তৈরি হয়নি। যেখানে আমার দলের কর্মীরা থাকে সেখানে রাস্তা হবে এটার মধ্যে নতুনত্ব কি আছে।
মন্ডল সভাপতি দেবকুমার পন্ডা বলেন, রাস্তাটি মোটেই আমার ব্যক্তিগত রাস্তা নয়। এটি গ্রামবাসীদের রাস্তা। কোনও রাস্তা ঢালাই করতে গেলে, হয় শুরু থেকে অথবা শেষ থেকে করতে হয়। আমার বাড়ির যেখান থেকে রাস্তা ঢালাই শুরু হয়েছে সেটা একেবারে শেষ প্রান্তে। ৬-৭টি পরিবার আছে। আমার বাড়ি একেবারে শেষ প্রান্তে। সেখান থেকেই রাস্তা ঢালাই শুরু হয়েছে।

ওই এলাকার বিধায়ক তরুণ কুমার মাইতির অভিযোগ, দিলীপ ঘোষ এলাকার সাংসদ হলেও তাকে কোনওদিন মানুষ চোখে দেখেনি। সামনে লোকসভা নির্বাচন। আবার নির্বাচনে দাঁড়াবেন, তাই মুখ দেখাতে শুরু করেছেন। কোথায় রাস্তা তৈরির জন্য টাকা দেবেন তা নিজেই ঠিক করে উঠতে পারছেন না। তার আরও অভিযোগ, দিলীপ ঘোষ তার সাংসদ তহবিলের টাকা যেখানে যেখানে বরাদ্দ করেছেন রাস্তা তৈরির জন্য, সেখানে হয় কোনও বিজেপি নেতা অথবা কর্মীর বাড়ি।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version