Tuesday, August 26, 2025

নীতীশের ইউটার্ন, জঞ্জাল ‘ডাস্টবিন’-এ গিয়েছে: কটাক্ষ লালু কন্যা রোহিণীর

Date:

ফের এনডিএর সঙ্গে হাত মেলালেন নীতীশ কুমার। রবিবার সকালে বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফাও দিয়ে বিকেলেই ফের সপথ নিলেন।এর কিছু পরেই সোশ্যাল মিডিয়ায় সরব ‘মহাগঠবন্ধন’-এর শরিক রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিণী আচার্য। একটি পোস্টে তিনি লিখলেন, জঞ্জাল ‘ডাস্টবিন’-এ গিয়েছে।আসলে মাত্র ১৮ মাস আগে এনডিএর হাত ছেড়ে ‘মহাগঠবন্ধন’-এ যোগ দিয়েছিলেন নীতীশ কুমার। অষ্টম বার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তখন জানিয়েছিলেন, এনডিএর সঙ্গে বনিবনা হচ্ছে না।

শুধুমাত্র এখানেই থেমে থাকেননি তিনি। লোকসভা ভোটকে পাখির চোখ করে বিরোধী দলগুলোকে একজোট করায় উদ্যোগী হন নীতীশ।রবিবার জোটবদল করে ফের এনডিএর হাত ধরলেন তিনি।এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে লালু-কন্যা রোহিণী লিখলেন, আবর্জনা আবার ডাস্টবিনে গিয়েছে। আবর্জনা-গোষ্ঠীকে এই দুর্গন্ধযুক্ত আবর্জনা ফেরানোর জন্য অভিনন্দন।যদিও রাজনীতি থেকে বহুদূরে রোহিণী থাকেন সিঙ্গাপুরে। বৃহস্পতিবারও সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করেছিলেন তিনি। পরে তা মুছেও দেন। আরজেডির তরফে অবশ্য সাফাই দেওয়া হয় যে, নীতীশ কুমারের বিষয়ে এই কথা বলা হয়নি।তার পোস্টের লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিতর্ক তৈরি হওয়ার পর তিনি সেই পোস্ট মুছে দেন। কিন্তু রোহিণীর সেই পোস্টের স্ক্রিনশট ততক্ষণে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে তিনি হিন্দিতে লেখেন, যাঁদের নীতি ভেসে গিয়েছে, তাঁরাই সমাজবাদের রক্ষক হওয়ার দাবি করে।

প্রসঙ্গত,গত বুধবার ‘পরিবারতান্ত্রিক রাজনীতি’-কে কটাক্ষ করেছিলন নীতীশ।তিনি বলেছিলেন, জেডিইউ নেতৃত্ব কর্পূরী ঠাকুরের দর্শন অনুসরণ করে চলেছেন। পরিবারের কোনও সদস্যকে আমরা রাজনৈতিক ক্ষমতার বৃত্তে নিয়ে আসি না। কোনও ব্যক্তি বা সংগঠনের নাম না করলেও নীতীশের ওই মন্তব্যের নিশানা আরজেডি প্রধান লালুপ্রসাদ এবং তাঁর পরিবার বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা। এর পরেই আরজেডির সঙ্গে নীতীশের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। এ বার ফের ইউটার্ন নিলেন নীতীশ।

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...
Exit mobile version