Sunday, August 24, 2025

রবিবারের ‘মন কি বাত’ জুড়ে সংবিধান আর রামমন্দিরের ইতিহাস!

Date:

মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)’মন কি বাত'(Maan ki Baat) রেডিও অনুষ্ঠানে শুরু থেকেই উঠে এল রামলালা আর রামমন্দির (Ram Mandir)প্রসঙ্গ। বেতার অনুষ্ঠানের ১০৯ তম পর্বে ভারতের প্রধানমন্ত্রী অযোধ্যার রামমন্দিরের সঙ্গে জুড়লেন সংবিধানের (Indian ConsTitution)প্রসঙ্গ। এমনকি সংবিধান রচয়িতারাও রামের দ্বারাই অনুপ্রাণিত বলে দাবি নরেন্দ্র মোদির। পাশাপাশি ভারতীয় ক্রীড়াক্ষেত্র থেকে আয়ুর্দেব চিকিৎসা-সহ বিভিন্ন বিষয়ে কথা বললেন মোদি। শুধু দেশের মানুষের কর্মসংস্থানের বিষয়টি সযত্নে এড়িয়ে গেলেন।

আজ মোদির ‘মন কি বাত’ এর ১০ বছরের পূর্তি। ৭৫ তম সাধারণতন্ত্র দিবসের পরের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কী বার্তা দেন সেইদিকে আগ্রহ ছিল সকলেরই। এদিন শুরুতেই সংবিধানের প্রসঙ্গ উত্থাপন করে মোদি বলেন, বহু সাধনার পর লিখিত আকারে তৈরি হয়েছে এই সংবিধান। আসল সংবিধানের তিনটি ভাগ রয়েছে। যার প্রত্যেকটি ভাগে দেশবাসীর মৌলিক অধিকার সুনিশ্চিত করার বিষয় লেখা আছে। এরপরই রামমন্দিরের প্রাসঙ্গিকতা জুড়ে দেন সংবিধানের সঙ্গে। তিনি বলেন, সংবিধান রচয়িতারা তৃতীয় খণ্ডটির শুরুটা ফাঁকা রেখেছিলেন রাম-সীতা ও লক্ষ্মণের ছবি বসানোর জন্য। রাম রাজত্বের নিয়মকানুনই সংবিধান রচনায় অনুপ্রেরণা জুগিয়েছিল বলে এদিন দাবি করেন মোদি। ধর্মের ধ্বজা ধরে এরপর প্রধানমন্ত্রীর বক্তব্য চলতে থাকে। রামমন্দির প্রতিষ্ঠার মুহূর্ত থেকে আয়োজন সবটার সঙ্গেই মানুষের ধর্মীয় ভাবাবেগ জড়িয়েছে বলে জানান তিনি। ৭৫ তম সাধারণতন্ত্র দিবসে দেশের প্রমীলা বাহিনীর কুচকাওয়াজের কথা উল্লেখ করে ভারতের নারী শক্তির জাগরণকে কুর্নিশ জানান দেশের প্রধানমন্ত্রী। চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত বিষয় নিয়েই এদিন বিশেষ বার্তা দেন তিনি। আয়ুর্বেদ চিকিৎসার প্রতি জোর দেওয়ার পাশাপাশি অঙ্গদানের গুরুত্বও বোঝান ‘মন কি বাত’ অনুষ্ঠানে।


Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version