Friday, August 22, 2025

বঙ্গে আর স্থায়ী হবে না ঠান্ডা (Winter)। রবিবারও সেকথা স্পষ্ট করে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। তবে পূর্বাভাস বলছে, পরপর পশ্চিমী ঝঞ্ঝার সাক্ষী থাকবে বাংলার আকাশে। সে কারণেই দ্রুত উধাও হবে শীত। রবিবার হাওয়া অফিস (Weather Office) স্পষ্ট জানিয়েছে, এই দফায় শীতের আয়ু আর একদিন। অর্থাৎ মঙ্গলবার থেকেই তাপমাত্রা বদলের সম্ভাবনা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৭ ডিগ্রিতে। যদিও বিগত কয়েদিনে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছিল। কিন্তু, সেই হাড়কাঁপানো শীতের দেখা আর মিলবে না বলে মনে করা হচ্ছে।

তবে শুধু সর্বনিম্ন তাপমাত্রা নয়, লাফিয়ে লাফিয়ে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও। বিগত কয়েকদিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছিল। তাও বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এদিকে কয়েকদিন আগে পর্যন্ত বাংলার আকাশে মেঘের আনাগোনা দেখা গিয়েছিল। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিও চলেছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। তবে বিগত দু’দিনে ছবিটা বদলেছে। ফের মিলেছে রোদের দেখা। কিন্তু, তাও বেশি দিন স্থায়ী হবে না বলে মনে করা হচ্ছে।

হাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির শুরুতে বৃষ্টি হতে পারে রাজ্যে। কলকাতা-সহ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে গরম আবহাওয়া। কিন্তু, তারপর কি ফিরবে শীত? সেটাই এখন বড় প্রশ্ন।

 

 

 

 

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version