Sunday, January 11, 2026

“আমি একজন হেরো”, বাবা-মাকে চিঠি লিখে কোটায় ফের আত্মহত্যা ছাত্রীর

Date:

Share post:

কোটায় ফের আত্মহত্যা! পরীক্ষার ২ দিন বাকি থাকতেই আত্মহত্যা করল এক ছাত্রী। মৃত্যুর আগে বাবা-মার উদ্দেশ্যে এক চিঠি লিখে রেখে গেছেন ১৮ বছর বয়সী ওই ছাত্রী। যাতে লেখা, “মা-বাবা, আমি জয়েন্ট এন্ট্রান্স দিতে পারলাম না। আমি একজন হেরো। আমি সবচেয়ে খারাপ কন্যা। দুঃখিত মা-বাবা। এটাই শেষ রাস্তা ছিল।”

জানা গিয়েছে, নীহারিকা নামে ওই পড়ুয়া জয়েন্ট এন্ট্রান্স মেনসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কোটা শিক্ষানগরী এলাকায় ঘরভাড়া নিয়ে ছিলেন তিনি। সেই ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই তরুণী। ৩১ জানুয়ারি পরীক্ষা ছিল তাঁর। তবে সেই পরীক্ষার জন্য অপেক্ষা করেনি সে। তার আগেই নিল চরম পদক্ষেপ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পড়াশোনার চাপের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নীহারিকা। ছাত্রীর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁর সহপাঠীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। চলতি মাসে এই নিয়ে কোটায় আত্মহত্যা করলেন ২ পড়ুয়া। গত ২৩ জানুয়ারি কোটায় আত্মহত্যা করেছিলেন উত্তরপ্রদেশের এক ছাত্র।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতির জন্য রাজস্থানের কোটায় কোচিং নেন হাজার হাজার ছাত্র- ছাত্রী। কিন্তু প্রতি বছরেই একাধিক পড়ুয়া আত্মহত্যা করেন সেখানে, যা রীতিমতো উদ্বেগজনক। ২০২৩ সালে কোটায় ২৯ জন ছাত্র- ছাত্রী আত্মহত্যা করেছিলেন। পরিস্থিতি সামাল দিতে সরকারের তরফে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়। সেখানে উল্লেখযোগ্য ছিল ১৮ বছরের নীচে কাউকে কোচিংয়ে ভর্তি করা যাবে না। রাজস্থান সরকারের তরফে পড়ুয়াদের উপর মানসিক চাপ কমানোর জন্য কোচিং সেন্টারগুলিকে বিভিন্ন পদক্ষেপ করার কথা বলা হয়। যদিও তাতে লাভ বিশেষ কিছু হয়নি।

spot_img

Related articles

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...