Tuesday, August 26, 2025

১০৩ বছর বয়সেও নিঃসঙ্গতা। তাই কনে হিসাবে নিজের বয়সের অর্ধেকেরও কম বয়সি মহিলাকে বেছে নিলেন মধ্যপ্রদেশের ভোপালের এক বৃদ্ধ। একইভাবে নিঃসঙ্গতা কাটাতে দ্বিগুণ বয়সি বৃদ্ধকেই পছন্দ ওই মহিলার। আর তাদের বিয়ে করে বাড়ি ফেরার তাঁদের ভিডিও ঘিরে তোলপাড় নেট দুনিয়া।

গতবছর ভোপালের ১০৩ বছরের হাবিব নজরের সঙ্গে ৪৯ বছরের ফিরোজ জাহানের বিয়ে হয়। একটি অটো করে এই নবদম্পতি যখন বিয়ে সেরে বাড়ি ফিরছিলেন তখন একটি ভিডিও করা হয় তাঁদের। সেই ভিডিওটিই সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানেই হাবিব বলছেন এটি তাঁর তৃতীয় বিয়ে। এমনকি এই বয়সে বিয়ের কারণ নিয়েও খোলাখুলি হাবিবি নজর। তাঁর কথায় একা একা আর ভালো লাগছিল না। তাই পছন্দের ফিরোজকে বিয়েই করে ফেললেন।

ভারতের স্বাধীনতা সংগ্রামের সৈনিক ছিলেন হাবিব নজর। দেশ স্বাধীন হওয়ার পর নাসিকের এক মহিলার সঙ্গে বিয়ে করে সংসারিও হন। এরপর লক্ষ্ণৌতে তাঁর দ্বিতীয় বিয়ে হয়। এই দ্বিতীয় স্ত্রী মারা যাওয়ার পর থেকে সময়টা ভালো কাটছিল না হাবিবের। সেই সময়ই ফিরোজের সঙ্গে আলাপ হয় তাঁর। স্বামীর মৃত্যুর পর ফিরোজও একাকিত্বে ভুগছিলেন। হাবিবকে দেখাশোনার একজন মানুষও হয়ে উঠতে চেয়েছিলেন তিনি। এরপরই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে স্থানীয় মানুষ তাঁদেরকে নতুন জীবনের জন্য অভিনন্দন জানাচ্ছেন। আবার হাবিবও তাঁদের ধন্যবাদ জানাচ্ছেন।

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...
Exit mobile version