Thursday, August 21, 2025

হরিয়ানার খাল থেকে উদ্ধার পুলিশকর্তার ছেলের দেহ! গ্রে.ফতার মাস্টারমাইন্ড বিকাশ  

Date:

উচ্চপদস্থ আধিকারিকের ছেলের রহস্যমৃত্যুর ঘটনায় উত্তপ্ত রাজধানী শহর। রবিবার দিল্লি পুলিশের (Delhi Police) আধিকারিকের ছেলে লক্ষ্য চৌহনের (Lakshya Chauhan) দেহ উদ্ধার হল। সূত্রের খবর, হরিয়ানার (Hariyana) সমলখা এলাকার একটি খাল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পাশাপাশি এদিন লক্ষ্যকে খুনের ঘটনায় মূল অভিযুক্তকেও (Main Accused) গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। এখনও পর্যন্ত খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই। রবিবার তল্লাশি অভিযানের পর বিকাশকে গ্রেফতার করা হয়। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দুই ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

গত ২২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন দিল্লি পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার যশপাল সিংহের ছেলে। বন্ধুদের সঙ্গে মাত্র দুদিনের জন্য হরিয়ানাতে বিয়েবাড়ি যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু এরপর তিন দিন কেটে গেলেও বাড়ি ফেরেননি লক্ষ্য। কথা মতো ছেলে বাড়ি না ফেরায় এবং তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে থানায় মিসিং ডায়েরি করেন লক্ষ্যের বাবা যশপাল। এদিকে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আইনজীবী লক্ষ্য তাঁর দুই বন্ধু বিকাশ ভরদ্বাজ এবং অভিষেকের সঙ্গে সোনিপতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন।

এরপরই ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিষেককে গ্রেফতার করে। তাঁকে জেরা করতেই উঠে আসে খুনের তথ্য। জেরায় অভিষেক স্বীকার করেন, মুনাক খালে লক্ষ্যকে পিছন থেকে ধাক্কা মেরে জলে ফেলে দেন বিকাশ। এছাড়া পুলিশ আরও জানতে পারে, আইনজীবী লক্ষ্যর সঙ্গে বেশ কিছু দিন ধরেই টাকা পয়সা নিয়ে ঝামেলা চলছিল বিকাশের। বিকাশের থেকে লক্ষ্য অনেক দিন আগে কিছু টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা শোধ না করায় লক্ষ্যের সঙ্গে অশান্তি শুরু হয় বিকাশের। তবে বিয়ে বাড়ি সেরে ফেরার পথে মুনাক খালের কাছে শৌচকর্ম করার জন্য গাড়ি থেকে নামেন তিন বন্ধু। আচমকাই বিকাশ, লক্ষ্যকে ধাক্কা মেরে ফেলে দেন খালের জলে। তার পর গাড়ি করে পালিয়ে যান অভিষেক এবং বিকাশ। তারপর থেকেই মাস্টারমাইন্ড বিকাশকে খুঁজছিল পুলিশ।

 

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version