Wednesday, August 27, 2025

বিহারের চম্পারণ থেকে দুই অপহৃত নাবালিকাকে উদ্ধার করল পুরুলিয়া পুলিশ। কাজের টোপ দিয়ে দেহব্যবসায় নামানোর চেষ্টার অভিযোগে এক মহিলা পাচারকারীকেও গ্রেফতার করে পুলিশ। ধৃতর সূত্র ধরে অপহরণের সঙ্গে যুক্ত গোটা দলকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ, জানান পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

২ জানুয়ারি পুরুলিয়ার মফস্বল থানা এলাকার দুই স্কুল পড়ুয়া নাবালিকা বাড়ি থেকে রাগ করে বেরিয়ে পড়ে। ট্রেনে করে শিয়ালদহ স্টেশনে পৌঁছে যায় তারা। সেখানেই উদ্দেশ্যহীনভাবে দুই নাবালিকাকে ঘুরতে দেখে ফাঁদ পাতে রূপালি নামে এক অপহরণকারী। স্বামীর সঙ্গে সে একজায়গায় কাজ করতে যাচ্ছে বলে জানায় দুই নাবালিকাকে। সেখানে তাঁদের সঙ্গে গেলে ভালো উপার্যন হবে বলে দুজনকে টোপ দেয় সে। তারপর কার্তিক নামে এক পুরুষ সঙ্গী সহ নাবালিকাদের নিয়ে ট্রেনে ওঠে রূপালি। বর্ধমানে তাঁদের সঙ্গে যোগ দেয় কৃতি নামে আরেক মহিলা।

চম্পারণে পৌঁছাতেই রূপ বদলায় রূপালি। সেখানে দুই নাবালিকাকে দেহব্যবসায় নামানোর জন্য চাপ দিতে থাকে তারা। ইতিমধ্যেই নাবালিকাদের পরিবারের তরফে অভিযোগ পেয়ে তদন্তে নামে মফস্বল থানা। বিশেষ সূত্র ধরে চম্পারণ পৌঁছায় পুরুলিয়া পুলিশ। সেখানে চম্পারণ থানার পুলিশের সহযোগিতায় অপারেশনে নামে তাঁরা। উদ্ধার হয় দুই নাবালিকা। গ্রেফতার করা হয় রূপালিকে। নাবালিকাদের ওপর যৌন নির্যাতন হয়েছে কি না জানতে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তাদের।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version