Wednesday, November 5, 2025

ভিনরাজ্য থেকে অপহৃত নাবালিকাদের উদ্ধার পুরুলিয়া পুলিশের

Date:

বিহারের চম্পারণ থেকে দুই অপহৃত নাবালিকাকে উদ্ধার করল পুরুলিয়া পুলিশ। কাজের টোপ দিয়ে দেহব্যবসায় নামানোর চেষ্টার অভিযোগে এক মহিলা পাচারকারীকেও গ্রেফতার করে পুলিশ। ধৃতর সূত্র ধরে অপহরণের সঙ্গে যুক্ত গোটা দলকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ, জানান পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

২ জানুয়ারি পুরুলিয়ার মফস্বল থানা এলাকার দুই স্কুল পড়ুয়া নাবালিকা বাড়ি থেকে রাগ করে বেরিয়ে পড়ে। ট্রেনে করে শিয়ালদহ স্টেশনে পৌঁছে যায় তারা। সেখানেই উদ্দেশ্যহীনভাবে দুই নাবালিকাকে ঘুরতে দেখে ফাঁদ পাতে রূপালি নামে এক অপহরণকারী। স্বামীর সঙ্গে সে একজায়গায় কাজ করতে যাচ্ছে বলে জানায় দুই নাবালিকাকে। সেখানে তাঁদের সঙ্গে গেলে ভালো উপার্যন হবে বলে দুজনকে টোপ দেয় সে। তারপর কার্তিক নামে এক পুরুষ সঙ্গী সহ নাবালিকাদের নিয়ে ট্রেনে ওঠে রূপালি। বর্ধমানে তাঁদের সঙ্গে যোগ দেয় কৃতি নামে আরেক মহিলা।

চম্পারণে পৌঁছাতেই রূপ বদলায় রূপালি। সেখানে দুই নাবালিকাকে দেহব্যবসায় নামানোর জন্য চাপ দিতে থাকে তারা। ইতিমধ্যেই নাবালিকাদের পরিবারের তরফে অভিযোগ পেয়ে তদন্তে নামে মফস্বল থানা। বিশেষ সূত্র ধরে চম্পারণ পৌঁছায় পুরুলিয়া পুলিশ। সেখানে চম্পারণ থানার পুলিশের সহযোগিতায় অপারেশনে নামে তাঁরা। উদ্ধার হয় দুই নাবালিকা। গ্রেফতার করা হয় রূপালিকে। নাবালিকাদের ওপর যৌন নির্যাতন হয়েছে কি না জানতে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তাদের।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version