Sunday, May 4, 2025

রাজ্য মেডিকেল কাউন্সিলের অনুমতি ছাড়া প্রাইভেটে প্র্যাকটিস নয় চিকিৎসকদের

Date:

বহুক্ষেত্রে দেখা যায় ভিনরাজ্যের চিকিৎসক এই রাজ্যে এসে প্র্যাকটিস করেন। সেক্ষেত্রে কোনও রকম সমস্যা হলে বা গাফিলতির অভিযোগ উঠলে রাজ্য সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নিতে পারে না। এবার সেই সমস্যা সমাধান করতেই আরও কড়া হল রাজ্য মেডিকেল কাউন্সিল। সম্প্রতি এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এবার থেকে বেসরকারি বা নার্সিংহোমের চিকিৎসকদের প্রাইভেটে প্র্যাকটিস করতে গেলে রাজ্য মেডিকেল কাউন্সিলের অনুমোদন নিতেই হবে। সেক্ষেত্রে যদি ভিন রাজ্যের রেজিস্ট্রেশন থাকে তাহলেও এই রাজ্যের মেডিকেল কাউন্সিলের থেকে অনুমোদন নিতেই হবে।

ইতিমধ্যেই, প্রথম পর্যায়ে রাজ্যের কলকাতার সাতটি বড় কর্পোরেট হাসপাতালের কাছে তাদের চিকিৎসক তালিকা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সেখানে ডাক্তারদের আধার এবং প্যান কার্ড এবং রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। ১৫ দিনের সময় দেওয়া হয়েছে তাদের। এরপর ধীরে ধীরে রাজ্যের সব বেসরকারি হাসপাতালকেই এই নির্দেশিকা পাঠানো হবে বলে জানানো হয়েছে।

রাজ্য মেডিক্যাল কমিশনের চেয়ারম্যান বিধায়ক ডঃ সুদীপ্ত রায় বলেছেন, ‘‘অন্য রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর থাকলেও, নাম নথিভুক্ত করাতে হবে রাজ্য মেডিক‌্যাল কাউন্সিলে।’’ কমিশন সূত্রে খবর, খুব শীঘ্রই এমন বিধি আনা হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি।


Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version