Thursday, November 13, 2025

মানুষের মাথায় মস্তিষ্কের সঙ্গে বসল রোবোট। প্রথম ব্যক্তির প্রতিস্থাপনের পর ফলাফল ‘আশাপ্রদ’ (promising), এমনটাই দাবি করলেন নিউরালিঙ্কের (Neuralink) কর্ণধার ইলন মাস্ক। এবার হাত পা চালাতে অক্ষম ব্যক্তিও মস্তিষ্ক চালিয়ে কম্পিউটার, মোবাইল ফোন ব্যবহার করতে সক্ষম হবেন আশা বিলিয়নিয়ার মাস্কের।

ইলন মাস্কের (Elon Musk) সংস্থা নিউরালিঙ্ক এমন একটি প্রযুক্তি বাজারে আনার দাবি করেছিল যা অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্কে প্রতিস্থাপন করলে মস্তিষ্কের এমন একটি ভাগকে তা নিয়ন্ত্রণ করবে যা দিয়ে হাত-পা বা অন্যান্য অঙ্গ নাড়ানোর কাজ করে থাকে মানুষ। এর ফলে মাথায় কোনও কিছু চিন্তার মাধ্যমেই কম্পিউটারের কার্সার (cursor) বা কিবোর্ড নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সেপ্টেম্বরে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (Food and Drug Administration) এই অস্ত্রোপচারে সম্মতি দেয়। সেই মতো রবিবার মানুষের মস্তিষ্কে এই অস্ত্রোপচার হয়।

সোমবার ইলন মাস্ক নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন সফল অস্ত্রোপচারের বিষয়টি। অস্ত্রোপচারের পরে সেই ব্যক্তি সুস্থ হচ্ছেন এবং তাঁর মধ্যে নিউরনের সঞ্চালন আশাপ্রদ বলেও তিনি উল্লেখ করেন। এরপরই তিনি উল্লেখ করেন প্রখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের কথা। তাঁর মত একজন মানুষ যিনি দীর্ঘদিন হুইলচেয়ারে কাটিয়েছিলেন, তিনি যদি এই প্রযুক্তির সুবিধা পেতেন তাহলে একজন টাইপিস্টের থেকেও দ্রুত কাজ করতে পারতেন। সেটাই তাঁর লক্ষ্য বলে মাস্ক উল্লেখ করেন।

নিউরালিঙ্কের প্রথম এই প্রযুক্তির নামও দিয়ে ফেলেছেন মাস্ক। ‘টেলিপ্যাথি’ (Telepathy) নামে এই ব্রেন-কম্পিউটার ইন্টারফেসের (brain-computer interface) আবিষ্কার ও সফল প্রয়োগ নিঃসন্দেহে যুগান্তকারী একটি আবিষ্কার হবে। আপাতত নিউরালিঙ্কের প্রথম উদ্দেশ্য নিরাপদে এই রোবোটকে মানুষের মস্তিষ্কে প্রয়োগ।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version