বিপাকে ইমরান, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড দিল আদালত!

দেশের গোপন তথ্য পাচারের অভিযোগে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) এবার ১০ বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দিল পাকিস্তানের বিশেষ আদালত। মঙ্গলবার এই সংক্রান্ত মামলারই শুনানি চলাকালীন ইমরান খান ও তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সহ সভাপতি শাহ মেহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে স্পেশাল কোর্ট (Pakistan Special Court)।

তোষাখানা মামলায় গ্রেফতারির পর থেকে জেলেই রয়েছেন প্রাক্তন পাক তারকা। একাধিক মামলা চলছে ইমরান খানের বিরুদ্ধে। অভিযোগ, তাঁর হাত থেকে বেহাত হয়েছে দেশের গোপন তথ্য সমৃদ্ধ গুরুত্বপূর্ণ কূটনৈতিক চিঠি। যদিও ইমরান প্রথম থেকেই গোটা বিষয়টি অস্বীকার করে ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরেছেন।২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন ইমরান। গত বছর আগস্ট মাসে তোষাখানা মামলায় তিন বছরের জেলের সাজা দেওয়া হয়েছিল ইমরানকে। ডিসেম্বরে জামিন পেলেও অন্যান্য মামলার কারণে জেলেই ছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। এরপর আজ ফের এক মামলায় তাঁর কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।


Previous articleএকনজরে আজকের পেট্রোল -ডিজেলের দাম 
Next articleমানুষের মাথায় রোবোট! প্রথম প্রতিস্থাপন ‘আশাপ্রদ’ দাবি ইলন মাস্কের