Sunday, August 24, 2025

‘মহিলা খেলোয়াড়দের রূপ নিয়ে বেশি চর্চা, খেলা নিয়ে নিয়ে নয়’, দর্শকদের বিরুদ্ধে বি.স্ফোরক অভিযোগ ভারতীয় দাবাড়ুর

Date:

দর্শকদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় দাবাড়ু দিব্যা দেশমুখ। সম্প্রতি নেদারল্যান্ডসে টাটা স্টিল মাস্টার্সে খেলতে গিয়েছিলেন দিব্যা। সেখানে খেলতে গিয়ে দিব্যার অন্যধরনের অভিজ্ঞতা হয়েছে বলে জানান তিনি।যা নিয়ে ভারতের দাবাড়ু অভিযোগ করেছেন, অপ্রাসঙ্গিক সব বিষয়ের দিকেই নজর দর্শকদের। খেলা নয়, তাঁর চুল, পোশাক, উচ্চারণ, রূপ চর্চা নিয়েই মাতামাতি ছিলো দর্শকদের। আঠেরো বছর বয়সি ভারতের দাবাড়ু গত বছর মহিলাদের এশীয় চেস চ্যাম্পিয়নশিপ জিতেছেন। নেদারল্যান্ডসে খেলতে গিয়ে যে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল দিব্যাকে, সেই কথাই দীর্ঘ এক পোস্টে লিখেছেন।

এই নিয়ে দিব্যা লেখেন, “আমি অনেক দিন ধরেই এই বিষয় নিয়ে কথা বলব ভাবছিলাম। অপেক্ষা করছিলাম এই প্রতিযোগিতাটা শেষ হওয়ার। অনেকেই আমাকে বলেছেন এবং আমি নিজেও দেখেছি কীভাবে মহিলা দাবাড়ুদের খেলাকে গুরুত্বহীন ভাবে দেখা হয়। আমাদের কেমন দেখতে সেটা দর্শকের কাছে বেশি আলোচনার বিষয় হয়ে যায়।“ এখানেই না থেমে দিব্যা আরও লেখেন,” এখানে বেশ কিছু ম্যাচ এমন খেলেছি, যা নিয়ে আমি গর্বিত। কিন্তু সে সব নিয়ে কথা হয় না। দর্শক দেখে আমি কী পরেছি, আমার চুল কেমন, আমি কীভাবে কথা বলি। কিন্তু এই সব জিনিস গুরুত্বহীন। আমি কেমন খেলি সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু দর্শক সেটা দেখে না। আমার এগুলো শুনে খারাপ লেগেছে। তবে আমার সঙ্গে যদি কোনও ছেলে খেলোয়াড়ের সাক্ষাৎকার নেওয়া হয়, তাঁর সঙ্গে খেলা নিয়ে কথা বলা হয়। কিন্তু মেয়েরা যেন খেলে না। তাঁদের সঙ্গে কথা বলা হয় রূপ নিয়ে। এটা হওয়া উচিত নয়। আমার মতে মেয়েদের সমান প্রাধান্য পাওয়া উচিত।”

টাটা স্টিল মাস্টার্সে ১২ নম্বরে শেষ করেছেন দিব্যা। ১৩-র মধ্যে ৪.৫ পয়েন্ট পেয়েছেন তিনি।

আরও পড়ুন- ইস্টবেঙ্গল ছাড়তেই আবেগঘন পোস্ট বোরহা হেরেরার

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version