Friday, November 7, 2025

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ! ৩ তারিখ রেড রোডে বঞ্চিতদের জমায়েতের ডাক তৃণমূল সুপ্রিমোর

Date:

১০০ দিনের কাজের টাকা থেকে আবাস যোজনা- একের পর এক কেন্দ্রীয় প্রকল্প নিয়ে মোদি সরকারের বঞ্চনার শিকার বাংলা। এর প্রতিবাদে ২ ফেব্রুয়ারি থেকে ধর্না কর্মসূচির কথা আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার আবাস যোজনায় বঞ্চিতদের ৩ তারিখ রেড রোডে জমায়েতের আহ্বান জানালেন তৃণমূল (TMC) সুপ্রিমো। বুধবার মালদহের সভা থেকে তিনি জানান, ওই রেড রোডে বেলা ১টা সময় বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে জড়ো হবেন আবাস যোজনায় প্রকৃত প্রাপকরা। জেলা নেতৃত্বই নিজেদের খরচে তাঁদের কলকাতায় নিয়ে আসবেন। এর জন্য কোনও রকম চাঁদা তোলা যাবে না বলেও স্পষ্ট নির্দেশ তৃণমূল সভানেত্রীর।

কেন্দ্রের বঞ্চনার শিকার একমাত্র বাংলা। কারণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঢাল হয়ে দাঁড়িয়েছেন BJP-র সামনে। বাংলার মাটিতে জমি না পেয়ে কোণঠাসা করার ষড়যন্ত্র চালাচ্ছে মোদি সরকার। ১০০ দিনের কাজের প্রাপ্যর দাবিতে বারবার দরবার করেছেন মুখ্যমন্ত্রী। দিল্লি গিয়ে আন্দোলন সংগঠিত করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রোদে-জলে রাজপথের ধারে ধর্না দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী সঙ্গেও অন্যান্য সাংসদদের নিয়ে আলোচনা করেছেন মমতা-অভিষেক। কিন্তু নিট ফল শূন্য। পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রকে সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে কোনও রকম সদর্থক সাড়া না মিললে ২ তারিখ থেকে ধর্নার কথা মঙ্গলবার সভা থেকেই ঘোষণা করেন মমতা। বুধবার, মালদহে তিনি জানান, আবাস যোজনার তালিকায় নাম থাকা প্রকৃত প্রাপকরাও কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাচ্ছেন না। তৃণমূল সভানেত্রী আহ্বান জানান, “১১ লক্ষ বাড়ি যাঁরা ক্লিয়ার হওয়ার পরেও পাননি তাঁরাও জড়ো হোন। ৩ তারিখ বেলা ১টায় রেড  রোডে বাবাসাহেব আম্বেদকর মূর্তির সামনে জমায়েত করা হবে।“ সেখান থেকেই বাংলার প্রাপ্যর দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজন তোলা হবে। “আমি দেখছি কত ধানে কত চাল।“

জেলা সভাপতিদের মমতা নির্দেশ দেন, জেলার তালিকা দিতে। সেই তালিকা দেখে মানুষকে নিয়ে আসার নির্দেশ দেন তৃণমূল সভানেত্রী। তবে, একই সঙ্গে তাঁর নির্দেশ, “পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের, ব্লকে পুরসভা থেকে বিধায়ক, সাংসদরা নিজেদের খরচে মানুষকে নিয়ে আসবেন। দরকার হলে একমাসের বেতন খরচ করে উদ্যোগ নেবেন। কিন্তু চাঁদা তুলে করবেন না।“

মুখ্যমন্ত্রী জানান, মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাওয়ায়, ধর্না-আন্দোলনের জন্য ময়দান চত্বরকে বেছে নেন তিনি। কারণ, ওই এলাকায় কোনও স্কুল নেই। তাছাড়া, বিধি মেনেই হবে মাইকের ব্যবহার বলে জানান মমতা।

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...
Exit mobile version