Friday, May 23, 2025

বিজেপিকে কেউ যদি ভারতে পরাস্ত করতে পারে, সেটা একমাত্র তৃণমূল পারে। আমরা একাই লড়ব। বুধবার, মালদহের সভা থেকে এক তিরে বাম-কংগ্রেসকে নিশানা তৃণমূল (TMC) সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বাম জমানায় সিপিএমের অত্যাচারের কালোদিনের কথা স্মরণ করিয়ে মমতা বলেন, “CPM-কে কোনও দিন ক্ষমা করতে পারব না। আর সিপিএমের সাথে যারা ঘর করে তারা বিজেপির সাথে ঘর করে আমি তাদের ক্ষমা করি না।“

মালদহ একসময় গণিখান চৌধুরীরদের গড় বলে পরিচিত ছিল। এখন সেসব অতীত। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজের প্রতিফলনে সেখানে এখন জোড়াফুলের আধিপত্য। সেই মালদহের সভায় দাঁড়িয়েই কংগ্রেসকে মোক্ষম বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি স্পষ্ট জানান, “কংগ্রেস বারবার জিতেছে। আপনাদের জন্য কী করেছে? বরকত দা যখন ছিলেন তখন একটা গৌর ভবন করেছিলেন। তার অবস্থাও খারাপ। ওরা সিপিএম-এর সঙ্গে লড়বে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য। কিন্তু বিজেপিকে হারাতে গেলে লড়াই আমরাই করতে পারব।“ তৃণমূল সভানেত্রী তোপ দেগে বলেন, “আমরা দুটি আসন দিতে চেয়েছিলাম, বলেছিলাম জিতিয়ে আনব। ওরা বলেছে আরও চাই!“ এর পরেই প্রয়াত কংগ্রেস নেতা বরকত গণিখান চৌধুরীর প্রতি শ্রদ্ধা রেখেই মমতা জানান, “তাঁর পরিবার থেকে কেউ দাঁড়ায় আমার আপত্তি নেই। তৃণমূলও লড়বে। ওরা সিপিএমের সঙ্গে লড়বে বিজেপির হাত শক্ত করার জন্য। বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিকাল ফাইট আমরাই করব।“

সিপিএমের অত্যাচারে কথা মনে করিয়ে তৃণমূল সুপ্রিমোর হুঙ্কার, “সিপিএম যা অত্যাচার করেছে তাকে ক্ষমা করতে পারি না। আমাদের ওপর কী অত্যাচার করেছে। গাজোলের চাঁদু শেখের পরিবারকে পুড়িয়ে মেরেছিল“। মমতার সাফ কথা, “সিপিএমের সঙ্গে যারা ঘর করে, তারা বিজেপির সাথে ঘর করে। আমি তাদের ক্ষমা করি না“।

কংগ্রেসকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী বলেন, পরপর দুবার কংগ্রেস জিতেছে। কিন্তু কী করেছে! বিজেপিকে একমাত্র সারা দেশে তৃণমূলই প্রতিহত করতে পারে। মালদহে দাঁড়িয়ে বার্তা তৃণমূল সভানেত্রীর।

Related articles

ফসল নষ্ট হওয়া রুখতে সৌরশক্তি চালিত কোল্ড চেন ব্যবস্থা চালু করার পরিকল্পনা রাজ্যের

কৃষকদের ফসল নষ্ট হওয়া রুখতে সৌরশক্তি চালিত কোল্ড চেন (Cold Chain) ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে রাজ্য সরকার।...

পুলিশ মহলে উৎসাহ জোগাবে: এভারেস্ট জয়ী দেহরক্ষী লক্ষ্মীকান্তকে অভ্যর্থনা CP মনোজ বর্মার

মাউন্ট এভারেস্ট জয় করে কলকাতা পৌঁছালেন কলকাতার পুলিশ কমিশনারের দেহরক্ষী লক্ষীকান্ত মণ্ডল (Lakkhikanta Mandol)। লক্ষ্মীকান্তকে অভ্যর্থনা জানাতে শুক্রবার...

সন্তোষ জয়ী বাংলা দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীলরা

সন্তোষ জয়ী(Santosh Trophy) বাংলা দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা(Sunil Chetri)। আগামী ফিফা উইন্ডোতে দুটো ম্যাচ খেলবে...

Apple-কে ২৫ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের! চাপ বাড়ল ভারতের

অ্যাপেলের (Apple) ফোন উৎপাদন করতে হবে আমেরিকাতেই। নাহলে গুনতে হবে ২৫ শতাংশ শুল্ক (tariff)! প্রকাশ্যে মোবাইল প্রস্তুতকারক সংস্থাকে...
Exit mobile version