Wednesday, November 12, 2025

কবে মিলবে টাকা? সংসদের অধিবেশনে বাংলার বকেয়া নিয়ে সরাসরি মোদিকে প্রশ্ন সুদীপের

Date:

১০০ দিনের কাজ-সহ বাংলার প্রাপ্য বকেয়া টাকা নিয়ে সোচ্চার তৃণমূল কংগ্রেস (TMC) নেতৃত্ব। বুধবার বাজেট অধিবেশনের (Budget Session) প্রথম দিনই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বাংলার বকেয়া (Pending Fund) নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। তিনি মোদিকে প্রশ্ন করেন, বাংলার বকেয়া টাকা কবে দেবে কেন্দ্র? বুধবার বাজেট অধিবেশন শুরু হলেও বৃহস্পতিবার পেশ হবে কেন্দ্রীয় বাজেট। 

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেই জানান, বুধবারই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। সুদীপ আরও জানান, এদিন সংসদে রাষ্ট্রপতির সম্ভাষণের সময় তাঁর আসন প্রধানমন্ত্রীর কাছেই পড়েছিল। সেই সময়ে তিনি প্রধানমন্ত্রী মোদিকে প্রশ্ন করেন, “একাধিক প্রকল্পে রাজ্যের টাকা বকেয়া রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এসে আপনার সঙ্গে বৈঠক করেছেন। তারপরও মেলেনি বকেয়া অর্থ। এরপরই  সরাসরি প্রধানমন্ত্রীকে তিনি প্রশ্ন করেন কবে এই বরাদ্দ টাকা দেবে কেন্দ্র? পাশাপাশি এদিন কেন্দ্রকে দুষে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করা হচ্ছে ধর্না-সত্যাগ্রহে বসতে। লোকসভাতে এই নিয়ে আমাদের অবস্থান কী হবে, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।” তবে বাংলার বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করলে উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ক্যাগ রিপোর্ট পড়ে দেখতে বলেন প্রধানমন্ত্রী। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই সেই ক্যাগ রিপোর্ট সামনে এনে সাংবাদিক বৈঠকও করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরই পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা বলেন, শুধুমাত্র  ক্যাগ রিপোর্টের ওপর ভরসা করে একটি রাজ্যের বিরুদ্ধে কোনোরকম অভিযোগ তোলা যায় না। এই রিপোর্ট প্রথমে পাঠাতে হবে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে। তাদের পর্যবেক্ষণের পরই চূড়ান্ত হবে রিপোর্ট। এইভাবে তা প্রকাশ করা যায় না।

এদিকে বৃহস্পতিবারের বাজেট নিয়ে কেন্দ্রের কাছে কী প্রত্যাশা রয়েছে, সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে তৃণমূল সাংসদ বলেন, “এই সরকারের একমাত্র দিশা বাংলাকে বঞ্চনা। এই সরকারের কাছে অন্তর্বর্তীকালীন বাজেটে আমাদের কোনওরকম প্রত্যাশা নেই। তৃণমূল সাংসদের আরও অভিযোগ, কেন্দ্রের বকেয়া বরাদ্দ নিয়ে গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এক কথা বলছেন, তারপর বেরিয়ে যাচ্ছেন। পঞ্চায়েত প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জনও তাঁর দফতরের পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছেন, তারপর তাঁরা জানাচ্ছেন, আমাদের অপেক্ষায় নাকি বসেছিলেন। যা করতে হবে, রাস্তায় নেমে লড়াই করেই ছিনিয়ে নিতে হবে।” কেন্দ্রের আর্থিক বঞ্চনার বিরুদ্ধে ২ ফেব্রুয়ারি থেকে সত্যাগ্রহ অনশনে বসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version