Saturday, August 23, 2025

কেন্দ্রীয় বাজেটের ফোকাস পয়েন্ট ‘প্রযুক্তি’, আজ কোন কোন ঘোষণার সম্ভাবনা?

Date:

প্রযুক্তির উন্নয়নে (Technology Development) আজ বাজেট অধিবেশনে কোন বড় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman) তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। বুধবার দ্বিতীয় মোদি সরকারের শেষ অধিবেশন শুরুর স্বাগত ভাষণে দেশের মহিলারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গলাতেও ডিজিটাল ইন্ডিয়ার সুর শোনা গেছে। তাহলে কি কেন্দ্রীয় বাজেটের (Budget 2024) ফোকাস পয়েন্ট ‘টেকনোলজি’? ঘন্টা দেড়েকের মধ্যেই তার উত্তর মিলবে বলে মনে করা হচ্ছে।

ডিজিটালাইজেশনের লক্ষ্যে এবারের কেন্দ্রীয় বাজেটে প্রযুক্তি খাতে একগুচ্ছ পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। যদিও এটি পূর্ণাঙ্গ নয় অন্তর্বর্তী বাজেট হতে চলেছে। নির্মলা সীতারমনের কাছ থেকে প্রযুক্তিবিদদের কিছু প্রত্যাশা রয়েছে। মোবিউইকের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও বিপিন প্রীত সিং। তাঁর কথায়, ফিনটেক কোম্পানি এবং পাবলিক প্রতিষ্ঠানগুলির মধ্যে যোগসূত্র গড়ে তোলা উচিত। এতে ব্যাঙ্কিংয়ের অন্যান্য দিক যেমন ক্রেডিট, বিনিয়োগ, সঞ্চয় ইত্যাদি ক্ষেত্রগুলিতে নতুন উদ্ভাবনের জন্য উৎসাহ মিলবে বলেই তার ধারণা। এবার এসটি টেলিমিডিয়া গ্লোবাল ডেটা সেন্টার (ভারত)-এর চিফ ফিনান্সিয়াল অফিসার বিমল খান্ডেলওয়াল গার্হস্থ্য উৎপাদন এবং পরিকাঠামো তৈরির জন্য ভর্তুকির আশা করছেন। বিশ্বমানের ডেটা সেন্টার ইকোসিস্টেম গড়ে তোলার ঘোষণা হতে পারে বলেও তাঁর ধারণা। ইতিমধ্যেই ভারতের স্মার্টফোন বাজারের জন্য ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। এই বাজেটে সেই আশা পূরণ হবে কি, উত্তর মিলবে ঠিক সকাল এগারোটায়।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version