Monday, November 10, 2025

মাধ্যমিকের কারণে মেলেনি অনুমতি! ভারত জোড়ো ন্যায় যাত্রায় ‘না’ বীরভূম পুলিশের

Date:

আগামীকাল অর্থাৎ শুক্রবারই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। আর সেকারণেই শুক্রবার বীরভূমে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) নিয়ে উঠল বড়সড় প্রশ্ন। সূত্রের খবর, শুক্রবার বীরভূমে (Birbhum) কংগ্রেসের (Congress) ভারত জোড়ো ন্যায় যাত্রা রয়েছে। কিন্তু সেই ন্যায় যাত্রার জন্য বীরভূম জেলা পুলিশের তরফে কোনও অনুমতিই এখনও পায়নি কংগ্রেস শিবির। বীরভূম জেলার পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে কোনও অনুমতি দেওয়া হয়নি। এরপরই প্রশ্ন উঠছে তাহলে কি বীরভূমের মাটিতে রাহুলদের ন্যায় যাত্রা আটকাতে পারে পুলিশ (Police)? যদিও পুলিশ সুপার সাফ জানাচ্ছন, প্রয়োজন পড়লে সেটাও হতে পারে।

তবে মাধ্যমিক পরীক্ষার কারণে আগেই কংগ্রেসকে তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দেয় পুলিশ। মূলত রাজ্যে কোনও বড় পরীক্ষা চলাকালীন পড়ুয়াদের কথা মাথায় রেখে কোনও রাজনৈতিক দলকেই এই অনুমতি দেওয়া হয় না। লোকসভা ভোটের আগে কংগ্রেস বাংলায় প্রচার করতে এলেও বাংলার পড়ুয়াদের জন্য এতটুকু চিন্তিত নয় কংগ্রেস নেতৃত্ব। এদিকে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষার কারণেই তিনি ২টি জেলা সফর বাতিল করেছেন। আর সেকারণেই প্রশাসনিক সমস্ত নিয়ম মেনেই কংগ্রেসকে যাত্রার অনুমতি দেয়নি পুলিশ।

অসম থেকে উত্তরবঙ্গ একপ্রস্থ ঘুরে, বিহার হয়ে ফের দ্বিতীয় দফায় বাংলায় এসেছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। শুক্রবারই বীরভূমে কর্মসূচি রয়েছে রাহুলদের। কিন্তু সেখানে পুলিশের অনুমতি না মেলায় বীরভূমে থমকাতে পারে কংগ্রেসের যাত্রা।

 

 

 

Related articles

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...

রিচার নামে স্টেডিয়ামকে স্বাগত, ট্রোলিং নিয়ে সোজা সাপটা জবাব দিলেন সৌরভ

বিশ্বজয়ী ক্রিকেটার তথা উত্তরবঙ্গের ভূমিকন্যা রিচা ঘোষের(Rich Ghosh) নামে স্টেডিয়াম তৈরি হবে শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক...

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...
Exit mobile version