মহানগরের রাজপথে বসেই দুই বর্ধমান জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ধরনা মঞ্চের পাশে অস্থায়ী কার্যালয় থেকে তিনি দুই জেলার নেতৃত্বকে লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। স্থির করে দেন আগামীর রূপরেখা। জেলা নেতৃত্বের প্রত্যেককেই নির্দিষ্ট দায়িত্ব বণ্টন করে দেন দলীয় সুপ্রিমো।
দুই বর্ধমান মিলিয়ে মোট তিনটি লোকসভা আসন রয়েছে৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনে তিনটি আসনেই জয়ের জন্যই ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী স্বপন দেবনাথ-সহ পূর্ব ও পশ্চিম বর্ধমানের সমস্ত নেতৃত্ব।
ধরনা মঞ্চ থেকে দুই বর্ধমানের জেলা নেতৃত্বকে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ তৃণমূল নেত্রীর
Date:
Share post: