ঘাটালে তিন সরকারি পদ থেকে আচমকা ইস্তফা অভিনেতা-সাংসদ দেবের!

এরপরই দেবের রাজনীতি সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বাড়ছে জল্পনা।

আচমকাই নিজের রাজনৈতিক ক্যারিয়ারের (Political Career) বড় সিদ্ধান্ত নিলেন ঘাটালের (Ghatal Constituency) সাংসদ দেব (দীপক অধিকারি)। জেলাশাসক দফতর সূত্রে খবর, নিজের সংসদীয় এলাকায় তিনটি সরকারি কমিটি থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ তথা বাংলার সুপারস্টার (Actor Dev)! এরপরই দেবের রাজনীতি সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বাড়ছে জল্পনা।

সামনেই লোকসভা নির্বাচন, সব দল নিজের ঘুঁটি সাজাতে ব্যস্ত। রাজ্যে একলা চলো নীতিতে বিজেপির বিরুদ্ধে লড়বে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই বিভিন্ন জেলার সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বৈঠকে হাজির ছিলেন দেব আর সেখানেই মুখ্যমন্ত্রী ঘাটালে ‘প্রধান’ অভিনেতাকেই প্রার্থী হিসেবে দেখতে চান বলে খবর মিলেছে। তার মাঝেই আচমকা দেবের এই সিদ্ধান্ত কেন, উঠছে প্রশ্ন। অভিনেতা এই নিয়ে কোনও মন্তব্য করেননি। জানা গিয়েছে, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহা বিদ্যালয়ের প্রেসিডেন্ট পদ এবং বীরসিংহ ডেভলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান, এই তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।


Previous articleএক ফোনে মুম্বই! দেবকে ছেড়ে কার কাছে গেলেন রুক্মিণী?
Next articleআজ কী ঘটেছিল?