Tuesday, August 26, 2025

পেটিএমে ‘না’! ব্যবসায়ীদের অন্য পেমেন্ট অ্যাপ ব্যবহারের নির্দেশ সর্বভারতীয় ব্যবসায়ী সংগঠনের

Date:

আর পেটিএম (Paytm) নয়! অন্য কোনও পেমেন্ট অ্যাপ (Payment App) ব্যবহারের নির্দেশ সর্বভারতীয় ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের (Confederation of All India Traders)। রবিবার এক বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় ব্যবসায়ীদের (Businessman) পেটিএম ব্যাঙ্ক ব্যবহার করতে স্পষ্টভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিনকয়েক আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পেটিএম ব্যাঙ্ক ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। আরবিআই স্পষ্ট জানিয়েছে, ২৯ ফেব্রুয়ারির পর আর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না পেটিএম। আর এমন আবহে রবিবার একেবারে স্পষ্টভাবে ভারতীয় ব্যবসায়ীদের পেটিএম ব্যাঙ্ক বন্ধের নির্দেশ সামনে এল।

কেন্দ্রের আচমকা এমন নির্দেশে বিপাকে বহু গ্রাহক। তাঁদের অভিযোগ, যদি সবকিছুই মিথ্যাভাবে করা হয়েছিল বা একটি আধারের বিনিময়ে ভুরিভুরি অ্যাকাউন্ট করা হয়ে থাকে তাহলে প্রথম থেকেই কেন কড়া পদক্ষেপ নিল না আরবিআই? তবে রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আগে এসব করে দেশবাসীর কাছে নিজেদের ভাবমূর্তি রক্ষায় ময়দানে নেমে পড়েছে বিজেপি। আর তাই নিজের মর্জিমতো যেকোনও পদক্ষেপ নিতে পিছু হঠছে না মোদি সরকার। অন্যদিকে, শোনা যাচ্ছে, বর্তমান অভিযোগের মধ্যেই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে তদন্ত শুরু করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর ইডির তদন্তের খবর প্রকাশ্যে আসতেই সরাসরি প্রশ্নের জবাব দিলেন কেন্দ্রের রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা। তিনি সাফ জানান, পেটিএমের বিরুদ্ধে নতুন করে কোনও অভিযোগ পেলেই তদন্ত শুরু করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপাতত পেটিএমের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

সিএআইটি সভাপতি বিসি ভারতীয়া এবং মহাসচিব প্রবীণ খান্ডেলওয়াল এদিন বিজ্ঞপ্তি জারি করে সাফ জানায়, ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে এবং লেনদেনের ক্ষেত্রে ঝুঁকি কমাতেই নাকি অন্য অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের। তবে আচমকা এমন বিজ্ঞপ্তির পর বড়সড় ক্ষতির মুখে পড়বে পেটিএম, সেকথা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি এদিন সিএআইটি-র তরফে ব্যবহারকারীদের সচেতন থাকতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আরও নজর দিতে বলা হয়েছে।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version