Wednesday, December 17, 2025

টার্গেট ৪২শে ৪২, দিল্লিতে চলবে তৃণমূল নিয়ন্ত্রিত সরকার: বার্তা কুণালের

Date:

Share post:

২১-এর বিধানসভা নির্বাচনের মতো আসন্ন লোকসভা নির্বাচনেও একা লড়ে ৪২ টা আসনই দখল করবে তৃণমূল। রবিবার তৃণমূলের ধর্নামঞ্চ থেকে লোকসভা নির্বাচনের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একইসঙ্গে জানালেন, এবার দিল্লিতে যে বিকল্প সরকার গঠিত হবে তা তৃণমূলের নিয়ন্ত্রণে চালিত হবে। পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসাকারীদের উদ্দেশ্যেও দিলেন কড়া বার্তা।

এদিল দলীয় মঞ্চ থেকে কর্মী সমর্থকদের বার্তা দিয়ে কুণাল ঘোষ বলেন, “৪২ আসনে মধ্যে ৪২টা জয়ের টার্গেট করে আমরা এগোব। মাথা নিচু করে মানুষের কাছে যাব। যারা ভুল বুঝছেন তাঁদের কাছে গিয়ে বোঝান। কেন তাঁরা তৃণমূলকে ভোট দেবেন। প্রতি বুথে ১০০ টা লোকের ১০০ টা ভোট চাই। ১০০ টা লোক যদি সরকারের জনমুখি প্রকল্পের সুবিধা পান তাহলে ভোট দেবেন না কেন? মানুষকে বোঝাতে হবে ১ টা ভোট সিপিএম ও কংগ্রেসকে দেওয়া মানে বিজেপিকে ২ টো ভোট দেওয়া।” একইসঙ্গে বলেন, “২০২১ সালে তৃণমূল একা লড়ে বিজেপিকে হারিয়েছে। ওরা জোট বেঁধে শূন্য হয়েছে। ২১-এ কেউ ছিল না, ২৪ এ কাউকে দরকার নেই। আমরা লড়ব এবং জিতব। ২৪-এ কেন্দ্রে যে সরকার হবে তাঁকে তৃণমূল উঠতে বললে উঠবে। বসতে বললে বসবে।”

পাশাপাশি বিরোধীদের নিশানায় নিয়ে কুণাল ঘোষ বলেন, “বিজেপি নামের দলটার জন্মই হয়েছে কংগ্রেসের ব্যর্থতায়। ২০১৪ সালের পর ২০১৯ সালে এরা ফের ক্ষমতায় এসেছে শুধুমাত্র কংগ্রেসের ব্যর্থতার জেরে। তৃণমূলের কাছে শত্রুর চেহারাটা বদলে যাচ্ছে। একটা সময়ে লড়াইটা ছিল সিপিএমের বিরুদ্ধে। আর এখন জনগণের শত্রু বিজেপির বিরুদ্ধে লড়াই।” সিপিএমকে তোপ দেগে বলেন, “সিপিএম জমানায় কোনও এফআইআর হত না। বানতলা ধর্ষণকাণ্ড, সাঁইবাড়ি, কংগ্রেসকে ভোট দেওয়ার অপরাধে হাত কেটে দিয়েছিল ওরা। তৃণমূল যে রবীন্দ্র সঙ্গীত বাজায়। এবার দলের নেতা নেত্রীদের বলতে হবে। একটা অনুমতি দিন মমতা বন্দ্যোপাধ্যায়, কোনও রবীন্দ্র সঙ্গীত নয় ডিজে বাজাব সারা বাংলায়। আমাদের নেতা নেত্রীদের নাম ধরে কুৎসা করবে আর আমরা রসগোল্লা খাওয়াব? ওরা ভোটে লড়তে পারে না সিবিআই-ইডি দিয়ে লড়ছে। বীরভুমের মতো ওই নকুলদানা ও চড়াম চড়াম ঢাক প্রয়োজন। কেন্দ্রে বিকল্প সরকার হলে ১ মাসের মধ্যে তৃণমূলের সুবিধাভোগী গ্রেফতারি থেকে বাঁচতে বিজেপিতে গিয়ে নেত্রীর কুৎসাকারী চোর শুভেন্দুকে ওই সিবিআই-ইডি দিয়ে জেলে ঢোকাব।”

spot_img

Related articles

তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনদোষীর যাবজ্জীবন

পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত।...

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...

বাংলায় কোটি কোটি রোহিঙ্গা-বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি: তীব্র নিশানা অভিষেকের

বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল? বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন...

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...