Thursday, August 28, 2025

মলয় ঘটকের মামলা শুনবেন না শীর্ষ আদালতের বিচারপতি! কী জানালেন দীপঙ্কর দত্ত

Date:

কয়লাপাচার তদন্তে ইডির তলব সংক্রান্ত মলয় ঘটকের (Malay Ghatak) মামলা শুনবেন না সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি দীপঙ্কর দত্ত (Dipankar Dutta)। কারণ কী? শীর্ষ আদালতের বিচারপতি জানান, কলকাতা হাই কোর্টে (Calcutta Hisgh Court) বিচারপতি ছিলেন। তাই রাজ্যের আইনমন্ত্রীর মামলা তাঁর শোনা উচিত নয়।

কয়লা পাচার তদন্তে দীর্ঘদিন ধরেই আইনমন্ত্রী মলয় ঘটক তলব করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তিনি হাজিরাও দিয়েছেন তিনি। কিন্তু একাধিক বার রাজ্যের আইনমন্ত্রীকে তলব করছে ইডি। ফলে ব্যস্ত কর্মসূচির কারণে যাওয়া হচ্ছে না মলয় ঘটকের। কখনও কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতির শপথগ্রহণ, কখনও কলকাতায় রাষ্ট্রপতির সফর, কখনও অসুস্থতার কারণে হাজির হতে পারেননি তিনি। একই সঙ্গে তাঁর প্রশ্ন কলকাতায় ইডির দফতর থাকা সত্ত্বেও কেন তাঁকে বারবার দিল্লি ডাকা হচ্ছে? নতুন করে তদন্তকারী সংস্থাকে তাঁর জানানোরও কিছু নেই। এই মর্মে দিল্লি হাই কোর্টের দ্বারস্থও হন আইনমন্ত্রী। আদালত নির্দেশ দেয়, সব কর্মসূচির কথা বিচার-বিবেচনা করে অন্তত ১৫ দিন আগে মলয় ঘটককে সমন পাঠাতে হবে।

কিন্তু অভিযোগ, তার পরেও ইমেল করে ব্যস্ততার কথা জানিয়ে হাজিরা দেননি মলয় ঘটক (Malay Ghatak)।  ইডি বারবার তলবের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজ্যের আইনমন্ত্রী। তবে, নীতিগত কারণে এই মামলা শুনবেন না বলে জানিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত। এখনও জানা যায়নি তাঁর বদলে কোন বিচারপতি এই মামলা শুনবেন।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version