Wednesday, November 5, 2025

কেন হেমন্তকে গ্রেফতার? ইডিকে দ্রুত জবাব দিতে নির্দেশ হাই কোর্টের

Date:

কেন গ্রেফতার (Arrest) করা হল ঝাড়খণ্ডের (Jharkhand) প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে (Hemant Soren)? সোমবার সরাসরি সেই প্রশ্নের জবাব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) থেকে চেয়ে পাঠাল ঝাড়খণ্ড হাইকোর্ট (Jharkhand High Court)। আগামী ৪ দিনের মধ্যে ইডিকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের (Supreme Court of India) নির্দেশ মেনেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে ঝাড়খণ্ড হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হেমন্ত সোরেন। এবার সেই মামলায় ইডির কাছে জবাব তলব উচ্চ আদালতের। ঝাড়খণ্ড হাই কোর্ট সূত্রে খবর, আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে ইডি হেমন্তকে গ্রেফতারির কারণ দেখিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেবে। এই মামলার পরবর্তী আগামী ১২ ফেব্রুয়ারি।

গ্রেফতারির পর ইডির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে ঝাড়খণ্ড হাই কোর্টের দ্বারস্থ হলেও পরে তা প্রত্যাহার করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন হেমন্ত। এরপরই শীর্ষ আদালত সেই মামলা হাই কোর্টে ফিরিয়ে দিয়ে সাফ জানায়, আগে উচ্চ আদালতে আবেদন জানাতে হবে হেমন্তকে। পাশাপাশি সুপ্রিম কোর্ট স্পষ্টভাষায় বলে, উচ্চ আদালতের সাংবিধানিক ক্ষমতায় কোনওভাবেই হস্তক্ষেপ করবে না তারা। এরপরই মামলা ফেরে ঝাড়খণ্ড হাই কোর্টে। সোমবার সেই মামলার শুনানি ছিল। আর এদিন সওয়াল জবাব শেষে ইডির কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠাল হাই কোর্ট। এদিকে সোমবারই ঝাড়খণ্ড বিধানসভায় নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে মরিয়া নয়া মুখ্যমন্ত্রী চাম্পাই সোরেন। সকাল থেকেই আস্থা ভোটের পাশাপাশি কোর্টের নির্দেশে এখন হেমন্তকে গ্রেফতারের পিছনে ইডি কী যুক্তি সামনে আনে সেটাই এখন দেখার।

এদিকে গ্রেফতারির সময় হেমন্ত ইডির বিরুদ্ধে হেনস্থা এবং আদিবাসী সম্প্রদায়কে অপমানের অভিযোগ তুলে একটি এফআইআর করেন। সেই এফআইআরকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে ঝাড়খণ্ড হাই কোর্টে পাল্টা মামলা করেছে ইডি। জমি জালিয়াতি মামলায় গত বুধবার রাঁচির বাসভবনে ম্যারাথন তল্লাশির পর হেমন্তকে গ্রেফতার করে ইডি। এরপরই কোনও প্রমাণ ছাড়া রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলে ইডির পদক্ষেপের বিরুদ্ধে সরব ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভায় অংশ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন হেমন্ত।

 

 

 

Related articles

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version