ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য দিঘায়। অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করল দিঘা থানার পুলিশ। রাতের দিঘায় থাকার জায়গা খুঁজতে গিয়ে এক তরুণ ও এক তরুণীর হয়রানির ঘটনায় অভিযুক্ত এখনও দুজনকে খুঁজছে পুলিশ।
শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এক তরুণী তাঁর বন্ধুর সঙ্গে দিঘায় যান। রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ হোটেলে ঘর খুঁজতে থাকেন তাঁরা। সেই সময় রাস্তার ধারে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা চার যুবক তাঁদের ধাওয়া করে শহরের বাইরের দিকে নিয়ে আসে। তরুণীর বন্ধুর বাইক আটকে দুজনকে মারধর করতে করতে ঝোপের দিকে নিয়ে যায়। সেখানেই তরুণীর বন্ধুকে বেঁধে রেখে নির্যাতন চালানো হয় তাঁর ওপর। তরুণী অচেতন হয়ে পড়লে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তরুণীর বন্ধু তাঁকে নিয়ে দিঘা থানায় যান অভিযোগ করতে।
অভিযোগ পেয়েই তদন্তে নামে দিঘা পুলিশ। সারারাত তল্লাশি করে রতনপুর থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে। সোমবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে পেশ করা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।