Saturday, August 23, 2025

মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই প্রশাসনের বিভিন্ন দফতরকে সর্বোচ্চ স্তরে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তার মধ্যে অন্যতম পুলিশ। আর রাজ্যের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের যে কোনও বিপদে পরীক্ষার প্রথমদিন থেকেই এগিয়ে আসতে দেখা গিয়েছে পুলিশ আধিকারিক থেকে কনস্টেবলদের। সোমবার পরীক্ষার তৃতীয় দিনেও সেই ভূমিকাতেই দেখা গেল চন্দননগর পুলিশ কমিশনারেটের সাব-ইন্সপেক্টর সুব্রত ধরকে।

হুগলির শ্রীরামপুরের ছোট বেলু এলাকার বাসিন্দা এক ছাত্রী সোমবার পরীক্ষার আগে নিজের অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায়। সকাল ৯.২৫ নাগাদই সে পৌঁছে যায় শ্রীরামপুরের রাজ্যধরপুর নেতাজি হাইস্কুলে নিজের পরীক্ষাকেন্দ্রে। কিন্তু অ্যাডমিট কার্ড না আনায় পরীক্ষাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে কাঁদতে থাকে সে। সেই সময় পরীক্ষাকেন্দ্রে ডিউটিতে ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কনস্টেবল নিতু ব্যানার্জী ও কনস্টেবল শৈলেন দণ্ডপাট। তাঁরা কমিশনারেটে যোগাযোগ করেন।

শ্রীরামপুর ট্রাফিকের সাব-ইন্সপেক্টর সুব্রত ধর সেই সময় জিটি রোডেই ডিউটি করছিলেন। কমিশনারেট থেকে তাঁকে যোগাযোগ করা হলে তিনি পরীক্ষাকেন্দ্রে চলে আসেন। তারপর সেখান থেকে নিজেই বাইক চালিয়ে পরীক্ষার্থী ছাত্রীটিকে নিয়ে যান তার বাড়ি। সেখান থেকে ফের পরীক্ষা শুরুর আগেই পৌঁছে দেন পরীক্ষাকেন্দ্রে। পুলিশ আধিকারিকের এই উদ্যোগে নিশ্চিন্তে পরীক্ষাকেন্দ্রে ঢোকে পরীক্ষার্থী ছাত্রীটি। তার পরিবার সুব্রত রায় সহ গোটা কমিশনারেটের টিমকে ধন্যবাদ জানান।

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version