Thursday, November 13, 2025

‘একেবারেই সত্যি বলছেন না , অনেক ভুল,’ রোহিতকে সরানো নিয়ে বাউচারের পাল্টা রিতিকার

Date:

কেন মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব থেকে সরানো হয়েছিলো রোহিত শর্মাকে, সেই নিয়ে মুখ খুলেছেন মুম্বইয়ের প্রধান মার্ক বাউচার। রোহিতকে সরানোর কারণ জানিয়েছিলেন তিনি। আর সেই উত্তর পছন্দ হয়নি রোহিতের স্ত্রী রিতিকার। একেবারেই মেনে নিতে পারছেন না রোহিতের স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি মন্তব্য নতুন করে ছড়িয়েছে জল্পনা।

বাউচারের সাক্ষাৎকারের সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। সেই ভিডিওর তলায় মন্তব্য করেছেন রিতিকা। তিনি লিখেছেন, “কত কিছু ভুল রয়েছে এখানে..।” আর সেই মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়েছে। রিতিকার স্পষ্ট ইঙ্গিত, বাউচার যা বলেছেন তার অনেক কিছুই হয়তো সত্যি নয়। নেপথ্যে আরও অনেক গল্প রয়েছে।”

রোহিতকে সরানো নিয়ে বাউচার বলেন, “এটা একেবারেই ক্রিকেটীয় সিদ্ধান্ত। আমরা হার্দিককে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। এটা আমার কাছে একটা পরিবর্তনের সময়। কিন্তু ভারতে এটা সকলে বোঝে না। এখানে একটা আবেগ কাজ করে। আমি চেষ্টা করব রোহিতের থেকে ব্যাটার হিসাবে সেরাটা বার করে আনতে। রোহিত ওর ব্যাটিংটা উপভোগ করুক।আইপিএলে শুধু ক্রিকেট নয়, আরও কিছু থাকে। ওখানে ফোটোশ্যুট হয়। আরও অনেক কিছু হয় যেগুলোর সঙ্গে ক্রিকেটের কোনও সম্পর্ক নেই। ওগুলো বিজ্ঞাপনের জন্য প্রয়োজন। সেখানে অধিনায়ককে থাকতে হয়।”

এরপর বাউচার আরও বলেন, “ রোহিত খুব ভাল মানুষ। ও অনেক দিন ধরে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছে। সাফল্যও পেয়েছে। এখন ভারতকেও নেতৃত্ব দিচ্ছে। তাই ও যেখানেই যায় ক্যামেরা ওর পিছন পিছন ঘোরে। সেই সব সামলাতে ব্যস্ত থাকতে হয় ওকে। যার জন্য ব্যাট হাতে এখন সেভাবে সাফল্য পাচ্ছে না রোহিত। কিন্তু অধিনায়ক হিসাবে দুর্দান্ত। রোহিত মুম্বই দলের গুরুত্বপূর্ণ সদস্য। আশা করব নেতৃত্বের চাপ ওর উপর থেকে চলে যাওয়ায় আইপিএলে ব্যাট হাতে সেই পুরনো রোহিতকে দেখতে পাব।”

আরও পড়ুন- ধ.র্ষণের অ.ভিযোগ ভারতীয় এই খেলোয়াড়ের বিরুদ্ধে, থানায় দায়ের অ.ভিযোগ

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version