Thursday, August 28, 2025

বীরভূমের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত চরিত্র কাজল শেখ। যদিও সম্প্রতি বীরভূমে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কারণ সতর্ক করেন বীরভূমের বর্তমান সভাধিপতি কাজল শেখকে। এবার তাঁর সভাধিপতি হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্নই তুলে দিলেন জেলার বিদায়ী জেলাশাসক বিধান রায়। যদিও কাজল শেখ ‘চেষ্টা’ ও ‘উৎসাহে’র মধ্যে দিয়ে পরিপূর্ণ হবেন বলে দাবি বিদায়ী জেলাশাসকের।

পঞ্চায়েত ভোটের পর বীরভূমের জেলা সভাধিপতি হন কাজল শেখ। তবে দলের পক্ষ থেকে তাঁর ভূমিকা নিয়ে অভিযোগ যায় খোদ মুখ্যমন্ত্রীর কাছে। সম্প্রতি নিজের বাড়িতে বিভিন্ন জেলার সাংগঠনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের বৈঠকে জেলার অন্যান্য নেতৃত্বকে যে দ্বায়িত্বভার দেওয়া হয় তার থেকে অনেক কম দ্বায়িত্ব পান কাজল শেখ। এমনকি জেলা সভাপতির অনুপস্থিতিতে যে কোর কমিটি গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা থেকেও বাদ দেওয়া হয় কাজলকে। এর মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন দলের বেনিয়ম করা নেতাদের কোনও প্রশ্রয় দেওয়া হবে না।

দীর্ঘদিনের বীরভূমের জেলাশাসক বিধান রায়কে মঙ্গলবার বিদায়ী সংবর্ধনা জানানো হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি কাজল শেখও। সেখানেই কাজল শেখের সরাসরি জেলা সভাধিপতি হওয়ার কথা উল্লেখ করেন জেলাশাসক। কাজল শেখ গত পঞ্চায়েত নির্বাচনেই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথমবারেই জিতে জেলা সভাধিপতি হন। সেই পদাধিকারকে উল্লেখ করে জেলাশাসক বলেন, ‘আমরা সাধারণত বলি যে, একটা উঁচু অট্টালিকার চার তলা বা পাঁচ তলায় পৌঁছতে গেলে প্রথমে এক তলার সিঁড়ি ভেঙে উঠতে হয়। তা হলে তিন-চার তলায় ওঠাটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু ওঁর কাছে সেই অবসর ছিল না। তিনি একেবারেই সেই তিন তলা কিংবা চার তলায় উঠেছেন।’

যদিও তারপরেই তিনি উল্লেখ করেন সময় পেলে পরিপূর্ণ হয়ে উঠবেন কাজল শেখ। তবে শেখার ব্যাপারটি মেনে নিয়ে কাজল শেখের দাবি তিনি নিজেই জেলাশাসকের কাছে অনেক কিছু শিখছেন।

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version