Sunday, August 24, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়ী হয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে ১০৬ রানে জয়লাভ করেছে বিরাটরা। ম্যাচের শেষে বিশাখাপত্তনমে দুই দলের পারফরম্যান্স বিশ্লেষণ করছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসন এবং টিম ইন্ডিয়ার প্রাক্তন পেস তারকা জাহির খান। দুজনেই একে অপরকে কটাক্ষ করছিলেন। ইতিমধ্যে কেভিন পিটারসনের মুখ থেকে এমন একটা কথা বেরিয়ে যায়, যা শোনার পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা রীতিমতো ক্ষুব্ধ।
ঘটনার সূত্রপাত ধোনিকে নিয়ে। কেভিন পিটারসন এই আলোচনা করার সময় মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে মজা করতে শুরু করেন। এরপর জাহির খান যুবরাজ সিংয়ের নাম উল্লেখ করে কেভিন পিটারসনকে চুপ করিয়ে দেন। পিটারসনের বক্তব্য ছিল, তিনি টেস্ট ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনিকে আউট করেছিলেন। তাঁর শিকারের তালিকায় কামরান আকমলের পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির নামও রয়েছে। এর জবাবে জাহির খান পিটারসনকে মনে করিয়ে দেন যে যুবরাজের স্পিনে এই ব্রিটিশ ব্যাটার কতটা অপ্রস্তুত পরিস্থিতির শিকার হতেন।
২০০৭ সালে ওভালে আয়োজিত টেস্ট ম্যাচে ধোনিকে ৯২ রানে আউট করেছিলেন পিটারসন। তিনি জাহিরের সঙ্গে কথা বলতে গিয়ে, এই প্রসঙ্গটি উত্থাপন করেন। তারপরই দুজনের মধ্যে অফ ফিল্ড স্লেজিং শুরু হয়ে যায়। পিটারসন বলেন, আপনারা সকলেই জানেন যে আমার পকেটে আর কে রয়েছে? কিংবদন্তী মহেন্দ্র সিং ধোনি। আমার পকেটে কামরান আকমলের ঠিক পাশেই উনি রয়েছেন। এর জবাবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন পেসার বলেন, আপনি জানেন যে কয়েকদিন আগে যুবরাজ সিংয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। যুবি তো আবার বলছিল, ও নাকি কেভিন পিটারসনকে নিজের পকেটে রাখে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version